Ajker Patrika

এবার বাঘায় হাতকড়া পরে বাবার জানাজায় আ.লীগ কর্মী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১: ১৯
তিন ঘণ্টার জন্য মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন আওয়ামী লীগ কর্মী আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত
তিন ঘণ্টার জন্য মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন আওয়ামী লীগ কর্মী আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এরপর জানাজা শেষ হলে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন।

আবুল কালামের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তাঁকে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। দুই দিন পরই মারা যান তাঁর বাবা আজাহার আলী (৭০)।

এর আগে, ১২ নভেম্বর চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্ট সংঘর্ষের ঘটনায় এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলহাজতে থাকা অবস্থায় স্ট্রোকে তাঁর মা মৃত্যুবরণ করেন। চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই ১০ ডিসেম্বর মায়ের জানাজায় অংশ নেন তিনি।

তার আগে, ২০২২ সালে হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজায় ইমামতি করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। তাঁর হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখনো ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাঁকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দনে আনা হয়। এরপর জানাজা শেষে তাঁর বাবার দাফন সম্পন্ন হলে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মানবিক দিক বিবেচনা করে তাঁকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তাঁর বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাঁকে কারাগারে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত