বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এরপর জানাজা শেষ হলে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন।
আবুল কালামের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তাঁকে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। দুই দিন পরই মারা যান তাঁর বাবা আজাহার আলী (৭০)।
এর আগে, ১২ নভেম্বর চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্ট সংঘর্ষের ঘটনায় এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলহাজতে থাকা অবস্থায় স্ট্রোকে তাঁর মা মৃত্যুবরণ করেন। চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই ১০ ডিসেম্বর মায়ের জানাজায় অংশ নেন তিনি।
তার আগে, ২০২২ সালে হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজায় ইমামতি করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। তাঁর হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখনো ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাঁকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দনে আনা হয়। এরপর জানাজা শেষে তাঁর বাবার দাফন সম্পন্ন হলে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মানবিক দিক বিবেচনা করে তাঁকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তাঁর বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাঁকে কারাগারে নেওয়া হয়।
রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এরপর জানাজা শেষ হলে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন।
আবুল কালামের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তাঁকে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। দুই দিন পরই মারা যান তাঁর বাবা আজাহার আলী (৭০)।
এর আগে, ১২ নভেম্বর চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্ট সংঘর্ষের ঘটনায় এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলহাজতে থাকা অবস্থায় স্ট্রোকে তাঁর মা মৃত্যুবরণ করেন। চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই ১০ ডিসেম্বর মায়ের জানাজায় অংশ নেন তিনি।
তার আগে, ২০২২ সালে হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজায় ইমামতি করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। তাঁর হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখনো ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাঁকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দনে আনা হয়। এরপর জানাজা শেষে তাঁর বাবার দাফন সম্পন্ন হলে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মানবিক দিক বিবেচনা করে তাঁকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তাঁর বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাঁকে কারাগারে নেওয়া হয়।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
১ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে