বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় দফায় দফায় উত্তেজনা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সম্মেলনের প্রায় আড়াই বছর পর গঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা চলাকালে আজ মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী গোপনে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুললে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মিলনায়তন থেকে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দিয়ে সভা সম্পন্ন করা হয়।
গতকাল সোমবার দুপুরে পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে সভা শুরু হয়। শুরুতেই সভাপতির বক্তৃতাকালে সম্প্রতি উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কারও সঙ্গে আলোচনা না করেই এ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া চিহ্নিত জামায়াত-বিএনপির লোকজনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ সময় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে এবং সংসদ সদস্যের দাবির পক্ষে-বিপক্ষে তারা হইচই করতে থাকে। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। নেতা-কর্মীরা তাতেও শান্ত না হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। সভায় বিশেষ অতিথি ছিলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও শাহজাহান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্ত্তজা আলী বাবলু প্রমুখ। পরে প্রধান অতিথি ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ও ২১ সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, সম্মেলনে মাত্র কমিটির পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। তাঁদের নিয়ে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার কথা ছিল। কিন্তু তাদের না জানিয়ে এককভাবে উপজেলা সভাপতি ও সম্পাদক জামায়াত-বিএনপির লোক রেখে কমিটি গঠন করেছেন। তাঁদের এই কমিটি পকেট কমিটি।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী দাবি করেন, নিয়মতান্ত্রিকভাবে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘যদি কমিটি সম্পর্কে কারও কোনো অভিযোগ থাকে, আমাকে জানালে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় দফায় দফায় উত্তেজনা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সম্মেলনের প্রায় আড়াই বছর পর গঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা চলাকালে আজ মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী গোপনে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুললে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মিলনায়তন থেকে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দিয়ে সভা সম্পন্ন করা হয়।
গতকাল সোমবার দুপুরে পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে সভা শুরু হয়। শুরুতেই সভাপতির বক্তৃতাকালে সম্প্রতি উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কারও সঙ্গে আলোচনা না করেই এ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া চিহ্নিত জামায়াত-বিএনপির লোকজনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ সময় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে এবং সংসদ সদস্যের দাবির পক্ষে-বিপক্ষে তারা হইচই করতে থাকে। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। নেতা-কর্মীরা তাতেও শান্ত না হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। সভায় বিশেষ অতিথি ছিলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও শাহজাহান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্ত্তজা আলী বাবলু প্রমুখ। পরে প্রধান অতিথি ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ও ২১ সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, সম্মেলনে মাত্র কমিটির পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। তাঁদের নিয়ে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার কথা ছিল। কিন্তু তাদের না জানিয়ে এককভাবে উপজেলা সভাপতি ও সম্পাদক জামায়াত-বিএনপির লোক রেখে কমিটি গঠন করেছেন। তাঁদের এই কমিটি পকেট কমিটি।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী দাবি করেন, নিয়মতান্ত্রিকভাবে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘যদি কমিটি সম্পর্কে কারও কোনো অভিযোগ থাকে, আমাকে জানালে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ময়মনসিংহের ত্রিশালে মা-বাবাকে হত্যার পর লাশ বসতঘরে পুঁতে রাখার অভিযোগ পাওয়া গেছে ছেলে রাজু মিয়ার (২৬) বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ রাজু মিয়াকে আটক করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তাঁকে আটক করে ত্রিশাল থানা-পুলিশ।
২ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় মো. নাহিদ গাজী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ মিনিট আগেরংপুরের পীরগাছায় একের পর এক চুরি হচ্ছে ইটভাটার বিদ্যুৎ ট্রান্সফরমার। ভাটার নৈশপ্রহরীদের বেঁধে রেখে খুলে নেওয়া হচ্ছে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল। এতে আতঙ্ক আর ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বিদ্যুৎগ্রাহকেরা। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত
২৮ মিনিট আগেসিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলার আসামি তোয়াজিদুল হক তুহিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুহিন দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
৩২ মিনিট আগে