আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি কর্মসূচির চাল কার্ডধারীরা পাওয়ার পর তা স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৪ বস্তা চাল জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সান্তাহার পৌর শহরের পুরাতন বাজারের চাল পট্টিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মহিলা ও শিশু দপ্তরের বরাদ্দ করা ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের অধীনে হতদরিদ্র নারীদের মাঝে আজ জনপ্রতি ৩০ কেজির এক বস্তা করে চাল বিতরণ করছিল সান্তাহার ইউনিয়ন পরিষদ। সান্তাহার পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি কার্ডধারী নারীরা চাল নিয়ে পাশে থাকা দৈনিক বাজারের চাল পট্টিতে গিয়ে তা বিক্রি করছিলেন।
ঘটনাটি গোপন সূত্রে জানতে পেরে আজ দুপুরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এ সময় কামাল হোসেন ও জনৈক ছুনুর দোকান ঘরের বারান্দা থেকে খাদ্য অধিদপ্তরের প্রতীক ও স্লোগান লেখা ৩০ কেজি ওজনের ৭৪ বস্তা চাল জব্দ করা হয়।
পাশাপাশি সরকারি চাল কর্মসূচির চাল কেনার দায়ে বাজারের চাল ব্যবসায়ী কামাল হোসেন ও ওয়াহেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর আসামি ছুনু কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি কর্মসূচির চাল কার্ডধারীরা পাওয়ার পর তা স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৪ বস্তা চাল জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সান্তাহার পৌর শহরের পুরাতন বাজারের চাল পট্টিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মহিলা ও শিশু দপ্তরের বরাদ্দ করা ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের অধীনে হতদরিদ্র নারীদের মাঝে আজ জনপ্রতি ৩০ কেজির এক বস্তা করে চাল বিতরণ করছিল সান্তাহার ইউনিয়ন পরিষদ। সান্তাহার পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি কার্ডধারী নারীরা চাল নিয়ে পাশে থাকা দৈনিক বাজারের চাল পট্টিতে গিয়ে তা বিক্রি করছিলেন।
ঘটনাটি গোপন সূত্রে জানতে পেরে আজ দুপুরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এ সময় কামাল হোসেন ও জনৈক ছুনুর দোকান ঘরের বারান্দা থেকে খাদ্য অধিদপ্তরের প্রতীক ও স্লোগান লেখা ৩০ কেজি ওজনের ৭৪ বস্তা চাল জব্দ করা হয়।
পাশাপাশি সরকারি চাল কর্মসূচির চাল কেনার দায়ে বাজারের চাল ব্যবসায়ী কামাল হোসেন ও ওয়াহেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর আসামি ছুনু কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ কার্যালয়ে এখন ঝুলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাইনবোর্ড। আজ শনিবার (১০ মে) দুপরে চরফ্যাশন পৌর শহরের কলেজ রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে এনসিপির নেতা-কর্মীরা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৩ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো কিছু হতে দেব না। বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। মাথা ঠান্ডা রেখে-সজাগ থেকে আমাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। শনিবার (১০ মে) বিকেলে নগরের টাইগারপাস মোড় সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে প্
১০ মিনিট আগেআ.লীগ নিষিদ্ধের বিষয়টি দেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য দরকার।’
১৬ মিনিট আগেনাটোরের লালপুরে পর্নোগ্রাফি মামলায় নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) পদে কর্মরত মো. শাফিউদৌলাকে (৩৮) গ্রেপ্তার করেছে লালপুর থানার পুলিশ। আজ শনিবার (১০ মে) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার পরিদর্শক (তদন্ত)
২৩ মিনিট আগে