নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে একটি আমবাগানে ফেনসিডিল হাতবদল হওয়ার গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে আগে থেকেই গাছে উঠে বসে ছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে যথা সময়ে বাগানে একটি গাছের নিচে ফেনসিডিল হাতবদল করছিলেন ভারতীয় এক নাগরিক। তখনই খেলেন ধরা।
আজ বুধবার ভোরে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ও বাংলাদেশি দুই কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভারতের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খামেদ মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসবে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিল বাঘার একটি আমবাগানে গ্রহণ করবেন। এ তথ্য পেয়ে ওই বাগানে গিয়ে ডিবি পুলিশের সদস্যরা আমগাছে ওঠেন, অপেক্ষা করতে থাকেন। ভোররাতে ভারতীয় নাগরিক জামরুল ফেনসিডিল এনে বাঘার মাদক কারবারিদের কাছে বস্তাগুলো হস্তান্তর করছিলেন। এ সময় ডিবি সদস্যরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনজন মাদক কারবারি পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় নাগরিক জামরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এর আগেও তিনি অনেকবার ফেনসিডিলের বড় বড় চালান বাংলাদেশে এনেছিলেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনা সুবিধা হয়। তিনি ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেন। এই চালানটিও এভাবে এনেছিলেন।’
এসপি মাসুদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশি মাদক কারবারি চপল দীর্ঘদিন ধরেই ফেনসিডিলের কারবার করে আসছেন। তিনি বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর নামে বাঘা থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় ভারতীয় নাগরিক জামরুলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’
এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে জামরুলের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহীতে একটি আমবাগানে ফেনসিডিল হাতবদল হওয়ার গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে আগে থেকেই গাছে উঠে বসে ছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে যথা সময়ে বাগানে একটি গাছের নিচে ফেনসিডিল হাতবদল করছিলেন ভারতীয় এক নাগরিক। তখনই খেলেন ধরা।
আজ বুধবার ভোরে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ও বাংলাদেশি দুই কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভারতের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খামেদ মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসবে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিল বাঘার একটি আমবাগানে গ্রহণ করবেন। এ তথ্য পেয়ে ওই বাগানে গিয়ে ডিবি পুলিশের সদস্যরা আমগাছে ওঠেন, অপেক্ষা করতে থাকেন। ভোররাতে ভারতীয় নাগরিক জামরুল ফেনসিডিল এনে বাঘার মাদক কারবারিদের কাছে বস্তাগুলো হস্তান্তর করছিলেন। এ সময় ডিবি সদস্যরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনজন মাদক কারবারি পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় নাগরিক জামরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এর আগেও তিনি অনেকবার ফেনসিডিলের বড় বড় চালান বাংলাদেশে এনেছিলেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনা সুবিধা হয়। তিনি ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেন। এই চালানটিও এভাবে এনেছিলেন।’
এসপি মাসুদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশি মাদক কারবারি চপল দীর্ঘদিন ধরেই ফেনসিডিলের কারবার করে আসছেন। তিনি বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর নামে বাঘা থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় ভারতীয় নাগরিক জামরুলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’
এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে জামরুলের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে