নাটোর ও লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁদের লালপুর থানায় রাখার পরিবর্তে নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। বিএনপির সমর্থকেরা ওই তিন আসামিকেও থানা থেকে ছিনিয়ে নিতে পারেন, এমন শঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের যুবদল কর্মী মাসুদ রানা (৪৫), গৌরিপুর গ্রামের রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০)।
আজ বুধবার দুপুরে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ও লালপুর থানার ওসি নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার মামলায় গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, গতকাল দুপুরে রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসা হয়। পরে তাঁর সমর্থকেরা থানায় এসে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা থানায় হট্টগোল করেন এবং রুবেলকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় গতকাল রাতে অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
নাজমুল হক বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের যেন কেউ ছিনিয়ে নিতে না পারেন, সে জন্য নাটোর সদর থানায় রাখা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘লালপুর থানার একটি মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। মামলার কাগজপত্র সদর থানায় এলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’
এর আগে বিএনপি নেতার বাড়িতে হামলা মামলার আসামি নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করার পর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল বিকেলে লালপুর থানা থেকে দলের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন। রুবেল উদ্দিন উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় গতকাল বিকেলে বাগাতিপাড়া ও লালপুর থানা-পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁকে বাগাতিপাড়া থানায় নেওয়ার প্রস্তুতিকালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা-কর্মী থানায় হাজির হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। বিকেল সাড়ে ৫টার দিকে রুবেলকে থানা হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘যত দূর জানি, বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন জড়িত ছিলেন না। তবে রুবেলকে আটকের পর থানায় কী ঘটেছে, তা আমি নিশ্চিত নই।’
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন, ‘মামলার আসামি রুবেল উদ্দিনকে থানা হেফাজত থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী বিপথগামী কিছু নেতা ছিনিয়ে নিয়ে যায়। এটি অত্যন্ত ন্যক্কারজনক, ঘৃণ্য ও দুঃখজনক ঘটনা। এ ধরনের অপকর্মের জন্য বিএনপি লালপুর শাখার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। দল এ ধরনের ঘটনার জন্য কোনোভাবেই দায়ী নয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘যারা বিএনপির নাম ব্যবহার করে এই কাজ করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁদের লালপুর থানায় রাখার পরিবর্তে নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। বিএনপির সমর্থকেরা ওই তিন আসামিকেও থানা থেকে ছিনিয়ে নিতে পারেন, এমন শঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের যুবদল কর্মী মাসুদ রানা (৪৫), গৌরিপুর গ্রামের রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০)।
আজ বুধবার দুপুরে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ও লালপুর থানার ওসি নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার মামলায় গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, গতকাল দুপুরে রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসা হয়। পরে তাঁর সমর্থকেরা থানায় এসে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা থানায় হট্টগোল করেন এবং রুবেলকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় গতকাল রাতে অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
নাজমুল হক বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের যেন কেউ ছিনিয়ে নিতে না পারেন, সে জন্য নাটোর সদর থানায় রাখা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘লালপুর থানার একটি মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। মামলার কাগজপত্র সদর থানায় এলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’
এর আগে বিএনপি নেতার বাড়িতে হামলা মামলার আসামি নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করার পর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল বিকেলে লালপুর থানা থেকে দলের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন। রুবেল উদ্দিন উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় গতকাল বিকেলে বাগাতিপাড়া ও লালপুর থানা-পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁকে বাগাতিপাড়া থানায় নেওয়ার প্রস্তুতিকালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা-কর্মী থানায় হাজির হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। বিকেল সাড়ে ৫টার দিকে রুবেলকে থানা হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘যত দূর জানি, বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন জড়িত ছিলেন না। তবে রুবেলকে আটকের পর থানায় কী ঘটেছে, তা আমি নিশ্চিত নই।’
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন, ‘মামলার আসামি রুবেল উদ্দিনকে থানা হেফাজত থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী বিপথগামী কিছু নেতা ছিনিয়ে নিয়ে যায়। এটি অত্যন্ত ন্যক্কারজনক, ঘৃণ্য ও দুঃখজনক ঘটনা। এ ধরনের অপকর্মের জন্য বিএনপি লালপুর শাখার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। দল এ ধরনের ঘটনার জন্য কোনোভাবেই দায়ী নয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘যারা বিএনপির নাম ব্যবহার করে এই কাজ করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে