Ajker Patrika

বেইলি সেতু ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে 

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বেইলি সেতু ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে 

সিরাজগঞ্জের কাজীপুরে একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়েছে। এতে করে ওই সেতু দিয়ে এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। সেতুটির অবস্থান উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল মনসুর নগর ইউনিয়নের কুমারিয়াবাড়ি (ব্রামনজানি) বাজারের পূর্ব-দক্ষিণ পাশে। দুর্ঘটনায় আহত ট্রাক চালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৪০০ বস্তা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (মোফাজ্জল এন্টারপ্রাইজ-জামালপুর) উপজেলার বয়ড়া বাজার থেকে কুমারিয়াবাড়ীর ব্রামনজানি বাজারে যাচ্ছিল। লোহার বেইলি সেতুর ওপর ট্রাকটি ওঠামাত্র পাটাতন ভেঙে খাদে পড়ে যায় ট্রাকটি। 

অতিরিক্ত ওজনের কারণে ভেঙে পড়েছে সেতুটিজানা গেছে, পুরোনো ওই বেইলি সেতু দিয়ে ৫ টনের বেশি বোঝাই যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। অথচ ওই ট্রাকটিতে ৫ টনের অনেক বেশি সিমেন্ট বোঝাই ছিল। 

মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পুরোনো ব্রিজের ওপর দিয়ে অতিরিক্ত ওজনের ট্রাক যাচ্ছিল। তাই ভেঙে পড়েছে। 

কাজীপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া জানান, আগে ওই সড়কটি আমাদের আওতাতেই ছিল। কিন্তু বর্তমানে জামালপুর সওজ বিভাগ এর দায়িত্ব নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত