শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আদনান হাবিবকে (২৬) আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টায় শেরপুর পৌর শহরের বারদুয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে আহত যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত আলাল শেখ (৩৫) শহরের উত্তর সাহাপাড়া এলাকার আফজাল শেখের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। অভিযুক্ত আদনান হাবিব শহরের শান্তিনগর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকালে আদনান রেজিস্ট্রি অফিস মোড়ে মোটরসাইকেল নিয়ে বাজার করতে যান। তিনি রাস্তার ওপর মোটরসাইকেল রাখলে রিকশাচালক আলাল তাঁকে সরে যেতে বলেন। এতে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আদনান তাঁর কাছে থাকা একটি ছুরি দিয়ে আলালের পেটে আঘাত করেন। স্থানীয়রা আলালকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। এর মধ্যেই এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে আদনানকে মারধর করেন। ভয়ে তিনি দৌড়ে পালিয়ে একটি মুদির দোকানে আশ্রয় নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী, বগুড়ার শেরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জনগণকে শান্ত থাকার জন্য মাইকে ঘোষণা দেন। এর মধ্যেই সহকারী পুলিশ সুপার মেডিকেল কলেজ ও হাসপাতালের বরাত দিয়ে জানান আলাল মারা যাননি। তিনি সুস্থ আছেন। এই খবরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর দুপুর ১২টার দিকে পুলিশ আদনানকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি রেজাউল করিম বলেন, আহত আলাল শেখ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আদনানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বগুড়ার শেরপুরে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আদনান হাবিবকে (২৬) আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টায় শেরপুর পৌর শহরের বারদুয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে আহত যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত আলাল শেখ (৩৫) শহরের উত্তর সাহাপাড়া এলাকার আফজাল শেখের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। অভিযুক্ত আদনান হাবিব শহরের শান্তিনগর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকালে আদনান রেজিস্ট্রি অফিস মোড়ে মোটরসাইকেল নিয়ে বাজার করতে যান। তিনি রাস্তার ওপর মোটরসাইকেল রাখলে রিকশাচালক আলাল তাঁকে সরে যেতে বলেন। এতে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আদনান তাঁর কাছে থাকা একটি ছুরি দিয়ে আলালের পেটে আঘাত করেন। স্থানীয়রা আলালকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। এর মধ্যেই এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে আদনানকে মারধর করেন। ভয়ে তিনি দৌড়ে পালিয়ে একটি মুদির দোকানে আশ্রয় নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী, বগুড়ার শেরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জনগণকে শান্ত থাকার জন্য মাইকে ঘোষণা দেন। এর মধ্যেই সহকারী পুলিশ সুপার মেডিকেল কলেজ ও হাসপাতালের বরাত দিয়ে জানান আলাল মারা যাননি। তিনি সুস্থ আছেন। এই খবরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর দুপুর ১২টার দিকে পুলিশ আদনানকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি রেজাউল করিম বলেন, আহত আলাল শেখ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আদনানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
২০ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
৩৭ মিনিট আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
৩৮ মিনিট আগেঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা।
৪১ মিনিট আগে