Ajker Patrika

খাদ্য সংকটে মহিষের পাল, বিপাকে খামারিরা

প্রতিনিধি, লালপুর (নাটোর)
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩৫
খাদ্য সংকটে মহিষের পাল, বিপাকে খামারিরা

নাটোরের লালপুরের পদ্মার চরাঞ্চল বন্যায় ডুবে যাওয়ায় কয়েক হাজার গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। চরম খাদ্য সংকট, চিকিৎসা ও বাসস্থান সমস্যায় ডাঙায় আশ্রয় নিয়েছে মহিষের পাল। 

লালপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নের চরাঞ্চলের প্রায় আড়াই শতাধিক খামারির ৪ হাজারের বেশি মহিষ রয়েছে। বন্যার কারণে এসব মহিষ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। খামারিদের বাঁচাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হিমশিম খাচ্ছেন বলে জানান সূত্র। 

পদ্মার চরাঞ্চল বন্যায় ডুবে যাওয়ায় কয়েক হাজার গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা।খামারি কামাল উদ্দিন জানান, তাঁর খামারে ৪৫টি মহিষ রয়েছে। পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল মহিষ চারণের একমাত্র জায়গা। বন্যায় পদ্মার চর ডুবে যাওয়ায় মহিষের খাদ্যের অভাব দেখা দিয়েছে। বর্তমানে মহিষের খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন খামারিরা। 

খামারি কামরুল ইসলাম বলেন, বন্যায় সব ডুবে যাওয়ায় আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। গবাদিপশুর খাবারেরও সংকট দেখা দিয়েছে। 

বর্তমানে মহিষের খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন খামারিরা। ভেটেরিনারি সার্জন মো. নূরুল ইসলাম বলেন, বন্যাজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মহিষ পালনে খামারিদের বিভিন্ন পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে। 

লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমারী খাতুন বলেন, স্বাস্থ্যসেবায় খামারের মহিষকে টিকার আওতায় আনা হবে। গবাদিপশুর খাদ্য সংকটে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত