Ajker Patrika

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অতঃপর ধরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গ্রেপ্তার আসামি বাবু। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আসামি বাবু। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার মনাকষা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন উপজেলার চাঁদশিকারী দর্জিপাড়া গ্রামের রাজ্জাক আলীর ছেলে মো. বাবু। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চার বছর ধরে বাবু পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খান জানান, দুই বছরের সাজা এড়াতে তিনি চার বছর পলাতক ছিলেন। আটক আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত