চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জমির ভাগবাঁটোয়ারার জের ধরে দুই ছেলের বিরুদ্ধে মায়ের মরদেহ দাফনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধির আশ্বাসে ও পুলিশের হস্তক্ষেপে মৃত্যুর ৯ ঘণ্টা পর রাতে মরদেহ দাফন করা হয়।
গতকাল সোমবার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের জামাদারপাড়ার গুড়িপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শাজাহানের স্ত্রী তারাফুল বেগম বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার দুপুর ১২টায় মারা যান। মায়ের মৃত্যুর পর বাড়ির উঠানে মরদেহ রেখেই সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে সন্তানেরা দ্বন্দ্বে লিপ্ত হন। সম্পত্তির সুরাহা না হওয়া পর্যন্ত মরদেহ দাফনেও বাধা দেন সাদিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামের দুই ভাই।
স্থানীয়রা আরও জানান, শাহজাহান মোট ৯ শতক জমির মালিক ছিলেন। তিনি সম্পত্তি ভাগ করে না দেওয়ার আগেই মারা যান। পরে তাঁর স্ত্রী তারাফুল মানবেতর জীবন যাপন করছিলেন। ছেলেরা তারাফুলের কোনো খোঁজ রাখতেন না। ফলে একমাত্র মেয়ে শিরিন আক্তারের বাড়িতে আশ্রয় নেন তারাফুল। একপর্যায়ে তিনি ৯ শতক জমির মধ্যে ৪ শতক জমি মেয়ের নামে লিখে দেন। ৯ শতক জমি সমান ভাগে ভাগ করার দাবিতে মরদেহ দাফনের কাজে বাধা দেন ছেলেরা। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশবৈঠকে বসে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলে সাদিকুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, তিন চারদিন আগে তারাফুল তাঁদের বাড়িতে আসেন। সেখানে তাদের মা ভালোই ছিলেন। তাঁরা মায়ের দেখভাল করছিলেন। গতকাল সকালে হঠাৎ তাঁদের মাকে জোর করে বোন শিরিন তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে চিকিৎসার অভাবে তিনি মারা গেছেন। তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মা ছোট বোন শিরিনের কাছে ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি মায়ের কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন।
শিরিন বেগম বলেন, ‘দীর্ঘদিন আগে বাবা মারা গেছেন, তারপর থেকে মায়ের ভরণপোষণ আমি চালিয়েছি। মাকে কোনো দিন আমার ভাইয়েরা দেখতে আসেনি। এমনি কোনো দিন খোঁজ-খবরও নেয়নি। মা আমার বাড়িতেই থাকতেন। সে কারণে মা প্রথমে ৩ শতক এবং চোখের অপারেশনের খরচের জন্য ১ শতকসহ মোট ৪ শতক জমি আমাকে লিখে দিয়েছিলেন। মা মারা যাওয়ায় জমির লোভে এসে ভাইয়েরা মরদেহ দাফনে বাধা দিয়েছে।’
বারোঘরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ফাইজুদ্দীন আহমেদ কালু বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে যাই। তাঁদের জমি-জমার বিষয়টির সমাধান করে দেব বলে আশ্বস্ত করি। পরে তাঁরা রাতের বেলা মরদেহ দাফন করতে রাজি হয়। ততক্ষণে মরদেহ দাফন করতে আসা আত্মীয়স্বজন ফিরে যায়।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে জনপ্রতিনিধির সহায়তায় মরদেহ দাফন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে জমির ভাগবাঁটোয়ারার জের ধরে দুই ছেলের বিরুদ্ধে মায়ের মরদেহ দাফনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধির আশ্বাসে ও পুলিশের হস্তক্ষেপে মৃত্যুর ৯ ঘণ্টা পর রাতে মরদেহ দাফন করা হয়।
গতকাল সোমবার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের জামাদারপাড়ার গুড়িপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শাজাহানের স্ত্রী তারাফুল বেগম বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার দুপুর ১২টায় মারা যান। মায়ের মৃত্যুর পর বাড়ির উঠানে মরদেহ রেখেই সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে সন্তানেরা দ্বন্দ্বে লিপ্ত হন। সম্পত্তির সুরাহা না হওয়া পর্যন্ত মরদেহ দাফনেও বাধা দেন সাদিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামের দুই ভাই।
স্থানীয়রা আরও জানান, শাহজাহান মোট ৯ শতক জমির মালিক ছিলেন। তিনি সম্পত্তি ভাগ করে না দেওয়ার আগেই মারা যান। পরে তাঁর স্ত্রী তারাফুল মানবেতর জীবন যাপন করছিলেন। ছেলেরা তারাফুলের কোনো খোঁজ রাখতেন না। ফলে একমাত্র মেয়ে শিরিন আক্তারের বাড়িতে আশ্রয় নেন তারাফুল। একপর্যায়ে তিনি ৯ শতক জমির মধ্যে ৪ শতক জমি মেয়ের নামে লিখে দেন। ৯ শতক জমি সমান ভাগে ভাগ করার দাবিতে মরদেহ দাফনের কাজে বাধা দেন ছেলেরা। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশবৈঠকে বসে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলে সাদিকুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, তিন চারদিন আগে তারাফুল তাঁদের বাড়িতে আসেন। সেখানে তাদের মা ভালোই ছিলেন। তাঁরা মায়ের দেখভাল করছিলেন। গতকাল সকালে হঠাৎ তাঁদের মাকে জোর করে বোন শিরিন তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে চিকিৎসার অভাবে তিনি মারা গেছেন। তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মা ছোট বোন শিরিনের কাছে ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি মায়ের কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন।
শিরিন বেগম বলেন, ‘দীর্ঘদিন আগে বাবা মারা গেছেন, তারপর থেকে মায়ের ভরণপোষণ আমি চালিয়েছি। মাকে কোনো দিন আমার ভাইয়েরা দেখতে আসেনি। এমনি কোনো দিন খোঁজ-খবরও নেয়নি। মা আমার বাড়িতেই থাকতেন। সে কারণে মা প্রথমে ৩ শতক এবং চোখের অপারেশনের খরচের জন্য ১ শতকসহ মোট ৪ শতক জমি আমাকে লিখে দিয়েছিলেন। মা মারা যাওয়ায় জমির লোভে এসে ভাইয়েরা মরদেহ দাফনে বাধা দিয়েছে।’
বারোঘরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ফাইজুদ্দীন আহমেদ কালু বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে যাই। তাঁদের জমি-জমার বিষয়টির সমাধান করে দেব বলে আশ্বস্ত করি। পরে তাঁরা রাতের বেলা মরদেহ দাফন করতে রাজি হয়। ততক্ষণে মরদেহ দাফন করতে আসা আত্মীয়স্বজন ফিরে যায়।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে জনপ্রতিনিধির সহায়তায় মরদেহ দাফন করা হয়।
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৩ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৩ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে