আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় সর্বহারা নেতা মুসা হত্যা মামলার ৫ জন আসামিকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার চাটমোহর উপজেলার কদমতলী গ্রামের সাইফুল ইসলাম (২৫), আটঘরিয়া উপজেলার নগর চাচকিয়া গ্রামের একরাম হোসেন (২৫), আতাইকুলা থানার ফারাতপুর গ্রামের নাহিদুল ইসলাম ওরফে শাকিল (১৯), আমিনপুর থানার শরিফুল ইসলাম (২৫) ও রাজবাড়ী জেলার চরভাটার গ্রামের জালাল প্রামানিক (২৮)। তাঁরাও পূর্ব বাংলা সর্বহারা দলের সদস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, মুসা খাঁ (২৮) পূর্ব বাংলা সর্বহারা দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। গত ২৬ অক্টোবর বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের অলির মোড়ের একটি চা দোকানের পেছনে ক্যারাম খেলছিলেন মুসা খাঁ (২৮)। এ সময় কয়েকজন দুর্বৃত্ত রামদা দিয়ে তাঁকে কুপিয়ে ও গুলি করে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি খুনের মামলা হয়।
গত রোববার রাত ৩টার দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে আতাইকুলা থানার ফারাদপুর এলাকার নতুন পাড়ার মো. নাহিদের বাড়িতে অভিযান চালান এক দল পুলিশ। সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘আসামিরা পূর্ব বাংলা-সর্বহারা-মাওবাদী বলশেভিক পুনর্গঠন আন্দোলনের (পিবিএসপি-এমবিআরএম) সশস্ত্র সদস্য। এই দলটি রাজবাড়ি ও পাবনার ঢালারচর, সাগরকান্দি, সাদুল্লাপুর, ভাড়ারা, একদন্তের প্রত্যন্ত এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। পূর্ব শত্রুতার কারণেই তাঁরা মূসাকে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্ত করে আমরা জেনেছি।’
পাবনার আটঘরিয়ায় সর্বহারা নেতা মুসা হত্যা মামলার ৫ জন আসামিকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার চাটমোহর উপজেলার কদমতলী গ্রামের সাইফুল ইসলাম (২৫), আটঘরিয়া উপজেলার নগর চাচকিয়া গ্রামের একরাম হোসেন (২৫), আতাইকুলা থানার ফারাতপুর গ্রামের নাহিদুল ইসলাম ওরফে শাকিল (১৯), আমিনপুর থানার শরিফুল ইসলাম (২৫) ও রাজবাড়ী জেলার চরভাটার গ্রামের জালাল প্রামানিক (২৮)। তাঁরাও পূর্ব বাংলা সর্বহারা দলের সদস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, মুসা খাঁ (২৮) পূর্ব বাংলা সর্বহারা দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। গত ২৬ অক্টোবর বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের অলির মোড়ের একটি চা দোকানের পেছনে ক্যারাম খেলছিলেন মুসা খাঁ (২৮)। এ সময় কয়েকজন দুর্বৃত্ত রামদা দিয়ে তাঁকে কুপিয়ে ও গুলি করে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি খুনের মামলা হয়।
গত রোববার রাত ৩টার দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে আতাইকুলা থানার ফারাদপুর এলাকার নতুন পাড়ার মো. নাহিদের বাড়িতে অভিযান চালান এক দল পুলিশ। সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘আসামিরা পূর্ব বাংলা-সর্বহারা-মাওবাদী বলশেভিক পুনর্গঠন আন্দোলনের (পিবিএসপি-এমবিআরএম) সশস্ত্র সদস্য। এই দলটি রাজবাড়ি ও পাবনার ঢালারচর, সাগরকান্দি, সাদুল্লাপুর, ভাড়ারা, একদন্তের প্রত্যন্ত এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। পূর্ব শত্রুতার কারণেই তাঁরা মূসাকে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্ত করে আমরা জেনেছি।’
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
১ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৪ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৩ মিনিট আগে