Ajker Patrika

রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগে চাচা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ওরফে রুবেল। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ওরফে রুবেল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর গোদাগাড়ীতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে যুবককে হত্যার অভিযোগে তাঁর চাচা রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মুহুরীর ছেলে। নিহত কাউসার আহমেদ রকি (২৫) তার ভাতিজা। গত ১ এপ্রিল দুপুরে রবিউলের হাঁসুয়ার কোপে প্রাণ হারান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১ এপ্রিল রবিউল গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসারকে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর থেকেই র‌্যাব-৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায়। আসামি রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।

র‌্যাব জানিয়েছে, অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতে তুলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত