বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আগুনে দুই বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় তিনটি ছাগলের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলী ও রাহেমা বেগমের বাড়িতে এই আগুন লাগে।
আগুনে দুই বাড়িতে থাকা নগদ টাকা, জমির দলিল, আসবাব, চাল-ডাল, জামা-কাপড়, গম, ছাগলসহ তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলীর স্ত্রী মেলেনা বেগম বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির ইফতারি রান্না শুরু করেন। চুলায় রান্না রেখে বাড়ির বাইরে যান স্ত্রী মেলেনা বেগম। এ সময় রান্না ঘরে আগুন লেগে যায়। পরে চার চালা শয়নঘর ও গোয়ালে আগুন লাগে।
এ সময় গোয়ালে গরুর রশি কেটে দিলে প্রাণে বেঁচে গেলেও তিনটি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া ঘরের আসবাবসহ নগদ ৪৫ হাজার টাকা পুড়ে গেছে। দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন মন্টু আলী। মুন্টুর বাড়ির আগুন থেকে পাশে রাহেমার বাড়িতে আগুন ধরে যায়। তাঁর দুটি টিনের ছাপরা ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেন দাবি করেন তিনি।
এ বিষয়ে বাড়ির মন্টু আলী বলেন, ‘স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সব আসবাব, গোয়ালঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা যায়।’
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী লায়ের উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ও বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেন।
রাজশাহীর বাঘায় আগুনে দুই বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় তিনটি ছাগলের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলী ও রাহেমা বেগমের বাড়িতে এই আগুন লাগে।
আগুনে দুই বাড়িতে থাকা নগদ টাকা, জমির দলিল, আসবাব, চাল-ডাল, জামা-কাপড়, গম, ছাগলসহ তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলীর স্ত্রী মেলেনা বেগম বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির ইফতারি রান্না শুরু করেন। চুলায় রান্না রেখে বাড়ির বাইরে যান স্ত্রী মেলেনা বেগম। এ সময় রান্না ঘরে আগুন লেগে যায়। পরে চার চালা শয়নঘর ও গোয়ালে আগুন লাগে।
এ সময় গোয়ালে গরুর রশি কেটে দিলে প্রাণে বেঁচে গেলেও তিনটি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া ঘরের আসবাবসহ নগদ ৪৫ হাজার টাকা পুড়ে গেছে। দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন মন্টু আলী। মুন্টুর বাড়ির আগুন থেকে পাশে রাহেমার বাড়িতে আগুন ধরে যায়। তাঁর দুটি টিনের ছাপরা ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেন দাবি করেন তিনি।
এ বিষয়ে বাড়ির মন্টু আলী বলেন, ‘স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সব আসবাব, গোয়ালঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা যায়।’
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী লায়ের উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ও বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেন।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে