Ajker Patrika

বাঘায় আগুনে পুড়ল দুই বাড়ি, ৩ ছাগলের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৮: ০৬
বাঘায় আগুনে পুড়ল দুই বাড়ি, ৩ ছাগলের মৃত্যু

রাজশাহীর বাঘায় আগুনে দুই বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় তিনটি ছাগলের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলী ও রাহেমা বেগমের বাড়িতে এই আগুন লাগে।

আগুনে দুই বাড়িতে থাকা নগদ টাকা, জমির দলিল, আসবাব, চাল-ডাল, জামা-কাপড়, গম, ছাগলসহ তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকের। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলীর স্ত্রী মেলেনা বেগম বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির ইফতারি রান্না শুরু করেন। চুলায় রান্না রেখে বাড়ির বাইরে যান স্ত্রী মেলেনা বেগম। এ সময় রান্না ঘরে আগুন লেগে যায়। পরে চার চালা শয়নঘর ও গোয়ালে আগুন লাগে। 

বাঘায় আগুনে পুড়ে যাওয়া দুই বাড়ির ধ্বংসস্তূপএ সময় গোয়ালে গরুর রশি কেটে দিলে প্রাণে বেঁচে গেলেও তিনটি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া ঘরের আসবাবসহ নগদ ৪৫ হাজার টাকা পুড়ে গেছে। দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন মন্টু আলী। মুন্টুর বাড়ির আগুন থেকে পাশে রাহেমার বাড়িতে আগুন ধরে যায়। তাঁর দুটি টিনের ছাপরা ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেন দাবি করেন তিনি।

এ বিষয়ে বাড়ির মন্টু আলী বলেন, ‘স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সব আসবাব, গোয়ালঘরে থাকা  তিনটি ছাগল পুড়ে মারা যায়।’

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী লায়ের উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ও বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত