Ajker Patrika

দুর্গাপুরে সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)
দুর্গাপুরে সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার

রাজশাহী: মাদকব্যবসায়ীসহ তিনজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের মধ্যে প্রায় ছয়টি মাদক মামলার আসামি মাইনুল ইসলামও (২৮) রয়েছেন। তাঁর বাড়ি রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর কাবাড়িপাড়া গ্রামে। তিনি এক বছরের সাঁজা মাথায় নিয়ে পলাতক ছিলেন।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাইনুলের নিজ এলাকা দেবীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের ইব্রাহিম (৪০) একজন সি আর গ্রেপ্তারি পরোয়নাভুক্ত আসামি। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অন্য আসামি আবুল হোসেন (৩৮) নিয়মিত মামলার আসামি। শনিবার দুপুরে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাইনুল কুখ্যাত মাদকব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের এক মামলায় তাঁর এক বছরের সাঁজাও হয়। এছাড়াও দুই আসামি ইব্রাহিম ও আবুল হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত