Ajker Patrika

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রিপু কারাগারে

বগুড়া প্রতিনিধি
আদালতে আজ রাগেবুল আহসান রিপুকে আনা হয়। ছবি: আজকের পত্রিকা
আদালতে আজ রাগেবুল আহসান রিপুকে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় গ্রেপ্তার বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাঁকে।

এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আওয়ামী লীগ নেতা রিপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার বগুড়া আদালতে আওয়ামী লীগ নেতাকে আনা হলে বিক্ষোভ মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। সেজন্য আজ শুক্রবার বাড়তি সতর্কতায় রাগেবুল আহসান রিপুকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ একটি দল সাবেক সংসদ সদস্য রিপুকে গ্রেপ্তার করে।

এর আগে ৪ ও ৫ আগস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় রাগেবুল আহসান রিপুর বাসায় দুদফা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ৪ আগস্ট থেকেই তিনি স্বপরিবারে আত্মগোপন করেন তিনি। গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত