Ajker Patrika

শিবগঞ্জে তরুণের দায়ের কোপে বৃদ্ধা নিহত, থানায় মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৪, ১৬: ২০
শিবগঞ্জে তরুণের দায়ের কোপে বৃদ্ধা নিহত, থানায় মামলা

বগুড়ার শিবগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে তরুণের দায়ের কোপে ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহতের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে গতকাল বুধবার উপজেলার চকভোলা খাঁ গ্রামে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে অভিযুক্ত সৈকত হোসেন (১৮) পলাতক রয়েছেন। সৈকত হোসেন চকভোলা খাঁ গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে। 

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ পৌর এলাকার আঁচলাই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। 

নিহতের স্বামী তাজুল ইসলাম বলেন, ‘চকভোলা খাঁ গ্রামের বাসিন্দা আমার ভাইয়ের মেয়ের জামায় সবুজ মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতে এ ব্যাপারে মামলা চলছে। গতকাল সকাল ১০টায় জমির ব্যাপারে খোঁজ নিতে ওই গ্রামে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। উভয় পক্ষের সঙ্গে কথা বলে তিনি চলে যান। দুপুর ১২টার দিকে জমি থেকে ফেরার পথে বেশ কয়েকজন আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার স্ত্রীর মাথায় দা দিয়ে আঘাত করে সৈকত।’ 

তাজুল ইসলাম আরও বলেন, ‘আঘাত পেয়ে আমর স্ত্রী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১০টার দিকে সে মারা যায়।’ 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিহতের স্বামী ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। সৈকতের বন্ধু আপেল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত