Ajker Patrika

রুয়েটে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৬: ০০
রুয়েটে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২১-২০২২ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্পসমূহের খসড়া প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে কনফারেন্স রুমে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভার্চুয়াল এই সেমিনারের আয়োজন করা হয়। 
 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, মানবিক ও ফলিতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। 

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইইই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার, আর্কিটেকচার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম, সিএসই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল মামুন, এমএসই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহেদ হাসান খান তুষার, কেন্দ্রীয় ভান্ডার ইনচার্জ অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, কর্মকর্তা সমিতির আহ্বায়ক আরিফ আহাম্মদ চৌধুরী প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ সেকশন অফিসার প্রকৌশলী মো. রাইসুল ইসলাম। দিনব্যাপী এই সেমিনারে চলমান ৪১টি গবেষণা প্রকল্পের খসড়া প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত