Ajker Patrika

পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস মারা গেছেন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১: ৪৩
পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস মারা গেছেন

পাবনা-৪ (ইশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঞ্জুর রহমান বিশ্বাসের ভাগনে ও ইশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোশতাক আহমেদ কিরণ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

মঞ্জুর রহমান বিশ্বাস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, নিউএরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পাবনা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও ঈশ্বরদী প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। 

গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের মিরকামারীতে আজ বিকেল সাড়ে ৫টায় মঞ্জুর রহমান বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত