বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা কারাগারের অভ্যন্তরে ড্রেনে পড়ে থাকা এক কারারক্ষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর মাথার পেছন থেকে রক্ত ঝরছিল। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কারারক্ষী একরামুল হক দুই বছর ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কান্তা গ্রামের মৃত রহীম উদ্দিন মাস্টারের ছেলে।
বগুড়া জেলা কারাগারে কর্মরত কারারক্ষী ও একরামুল হকের শ্যালক রবিউল ইসলাম বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কারাগারের ২ নম্বর গেটে একরামুল হকের ডিউটি ছিল। রাত ১টার দিকে কারাগারের ব্যারাক থেকে একরামুল হক ডিউটি পোস্টে যায়। এরপর আর ব্যারাকে ফিরে আসেননি।
কারারক্ষী মামুন বলেন, ‘রাত ৩টার দিকে ২ নম্বর গেটে আমার ডিউটি থাকলেও অসুস্থতার কারণে যেতে পারিনি। এ কারণে ডিউটি পোস্টে একরামুল হকের সঙ্গে আমার দেখা হয়নি।’
বগুড়া জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল বলেন, রাত ৩টায় কারারক্ষী মামুনের সঙ্গে ২ নম্বর গেটে একরামুলের ডিউটি বদলি হতো। মামুন ডিউটিতে অনুপস্থিত থাকায় তাঁর সঙ্গে একরামুলের দেখা হয়নি। ভোর ৬টার দিকে অন্য একজন ডিউটিতে যান।
এদিকে আজ সকালে ব্যারাকের সবাই ঘুম থেকে উঠে দেখেন একরামুল নেই। তাঁর মোবাইল ফোন বিছানায় ছিল। এরপর সকাল ১০টা থেকে একরামুলকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বিকেল ৪টার দিকে ২ নম্বর গেটে ডিউটি পোস্টসংলগ্ন গভীর ড্রেনে কারারক্ষী মামুনই লাশের সন্ধান পায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে একরামুলের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, নিহত একরামুলের মাথার পেছনে বাম পাশে ছোট একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। সেখান থেকে রক্ত ঝরছিল। লাশ গভীর ড্রেনের পানিতে উপুড় হয়ে পড়ে ছিল।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করবেন বলে জানান তিনি।
বগুড়া জেলা কারাগারের অভ্যন্তরে ড্রেনে পড়ে থাকা এক কারারক্ষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর মাথার পেছন থেকে রক্ত ঝরছিল। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কারারক্ষী একরামুল হক দুই বছর ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কান্তা গ্রামের মৃত রহীম উদ্দিন মাস্টারের ছেলে।
বগুড়া জেলা কারাগারে কর্মরত কারারক্ষী ও একরামুল হকের শ্যালক রবিউল ইসলাম বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কারাগারের ২ নম্বর গেটে একরামুল হকের ডিউটি ছিল। রাত ১টার দিকে কারাগারের ব্যারাক থেকে একরামুল হক ডিউটি পোস্টে যায়। এরপর আর ব্যারাকে ফিরে আসেননি।
কারারক্ষী মামুন বলেন, ‘রাত ৩টার দিকে ২ নম্বর গেটে আমার ডিউটি থাকলেও অসুস্থতার কারণে যেতে পারিনি। এ কারণে ডিউটি পোস্টে একরামুল হকের সঙ্গে আমার দেখা হয়নি।’
বগুড়া জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল বলেন, রাত ৩টায় কারারক্ষী মামুনের সঙ্গে ২ নম্বর গেটে একরামুলের ডিউটি বদলি হতো। মামুন ডিউটিতে অনুপস্থিত থাকায় তাঁর সঙ্গে একরামুলের দেখা হয়নি। ভোর ৬টার দিকে অন্য একজন ডিউটিতে যান।
এদিকে আজ সকালে ব্যারাকের সবাই ঘুম থেকে উঠে দেখেন একরামুল নেই। তাঁর মোবাইল ফোন বিছানায় ছিল। এরপর সকাল ১০টা থেকে একরামুলকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বিকেল ৪টার দিকে ২ নম্বর গেটে ডিউটি পোস্টসংলগ্ন গভীর ড্রেনে কারারক্ষী মামুনই লাশের সন্ধান পায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে একরামুলের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, নিহত একরামুলের মাথার পেছনে বাম পাশে ছোট একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। সেখান থেকে রক্ত ঝরছিল। লাশ গভীর ড্রেনের পানিতে উপুড় হয়ে পড়ে ছিল।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করবেন বলে জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...
১৫ মিনিট আগেঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
১৮ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল...
২১ মিনিট আগেঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকায় ময়লার স্তূপে মিলল পাঁচ বছর বয়সী শিশু রোজা মনির লাশ। গতকাল সোমবার (১২ মে) দুপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর আজ মঙ্গলবার সকালে বাসা থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি নালায় বস্তাবন্দী অবস্থায় লাশটি পাওয়া যায়।
৪১ মিনিট আগে