রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে তিন দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানায়।
দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে, ‘আবাসিক হলে কোরআন পোড়ানো’, রেজিস্ট্রারের বাসায় ককটেল ফাটানোসহ গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এবং সাইবার বুলিং রোধে কার্যকর সেল গঠন করতে হবে। এ ছাড়া রাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে একটি নিরাপদ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিশ্চিত করতে পারেনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মহল নিজেদের বেপরোয়া আধিপত্য কায়েমের লক্ষ্যে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, যা শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের দৃঢ়তা ও নিরপেক্ষতার প্রতি অনাস্থা সৃষ্টি করেছে।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ’শেষ সময়ে এসে রাকসু বিতর্কিত হোক কিংবা সুষ্ঠু ও নিরপেক্ষ বাস্তবায়ন বিঘ্নিত হোক, তা আমরা কোনোভাবেই চাই না। কিন্তু অতীতে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, যার সুষ্ঠু তদন্ত করে বিচার সম্পন্ন করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। প্রশাসন বিগত ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে না পারলে সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাকসুর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।’
এ সময় ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ ও ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে তিন দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানায়।
দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে, ‘আবাসিক হলে কোরআন পোড়ানো’, রেজিস্ট্রারের বাসায় ককটেল ফাটানোসহ গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এবং সাইবার বুলিং রোধে কার্যকর সেল গঠন করতে হবে। এ ছাড়া রাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে একটি নিরাপদ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিশ্চিত করতে পারেনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মহল নিজেদের বেপরোয়া আধিপত্য কায়েমের লক্ষ্যে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, যা শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের দৃঢ়তা ও নিরপেক্ষতার প্রতি অনাস্থা সৃষ্টি করেছে।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ’শেষ সময়ে এসে রাকসু বিতর্কিত হোক কিংবা সুষ্ঠু ও নিরপেক্ষ বাস্তবায়ন বিঘ্নিত হোক, তা আমরা কোনোভাবেই চাই না। কিন্তু অতীতে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, যার সুষ্ঠু তদন্ত করে বিচার সম্পন্ন করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। প্রশাসন বিগত ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে না পারলে সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাকসুর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।’
এ সময় ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ ও ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত উপস্থিত ছিলেন।
মাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
১৬ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
১৮ মিনিট আগেপুলিশ জানায়, একসময় একটি ইটভাটায় কাজ করার সময় আকলিমা ও আব্দুর রহিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে গেলে আব্দুর রহিম নিজ এলাকায় ফিরে যান। সেখানে তাঁর আরও এক স্ত্রী রয়েছে। প্রায় ছয়-সাত মাস ধরে আকলিমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন রহিম।
৩৯ মিনিট আগে