Ajker Patrika

রাজশাহীতে ৪০ নারী পাচ্ছেন ‘শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ৪০ নারী পাচ্ছেন ‘শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কার

এবার রাজশাহী বিভাগে ৪০ জন নারী পাচ্ছেন ‘শ্রেষ্ঠ জয়িতা’র পুরস্কার। শনিবার (৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত কমিশনার জসীম উদ্দীন হায়দার ব্রিফিংয়ে এই তথ্য জানান। 

এতে জানানো হয়, আগামী শনিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। 

অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে রাজশাহী মহানগর অর্থাৎ সিটি করপোরেশন এলাকা নির্বাচিত ১০ জনের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে (৫ হাজার টাকা করে) ২৫ হাজার টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে। 

এ ছাড়া একই অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলা (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট) থেকে নির্বাচিত অপর ৩৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে নগদ পাঁচ হাজার করে টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত