রিমন রহমান, রাজশাহী
শেষ ফাল্গুনের আকাশে একটুও কুয়াশা নেই। ফাঁকা আকাশের নিচে ফাঁকা খেত। ফসল তেমন নেই। আনোয়ার, চয়ন, বাবুল, ময়নালেরা স্বপ্ন দেখেছিলেন এই জমিতে বাতাসে দোল খাবে সোনালি ধান। পাখি বসবে, তাঁদের চোখ জুড়াবে; ধান তুলে হাতে টাকা আসবে; সংসারের অভাব মিটবে। কিন্তু তাঁদের সেই স্বপ্ন এবার ধূসর হতে বসেছে। কারণ, গভীর নলকূপ পরিচালনা কমিটির প্রভাবশালী সভাপতি তাঁদের সেচের পানিই দিতে চান না। কৃষকেরা যে আশায় বুক বেঁধেছিলেন, তাতে রঙের ছটা নেই। কৃষকের মনে উদ্বেগ।
এই কৃষকদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। দুর্গাপুর পৌরসভার রইপাড়া সরকারপাড়া মাঠে তাঁদের জমি। এই মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ আছে। এর আওতায় ১৫০ বিঘা বোরো ধানের জমিতে সেচ দেওয়া সম্ভব। কিন্তু চাষ হতো ১০০ বিঘার মতো। এরই মধ্যে বেশ কিছু জমিতে পুকুর খনন করা হয়েছে। তাই বোরো ধানের জমি কমেছে। এ অবস্থায় ধানের জমি বাড়াতে সম্প্রতি বিএমডিএ গভীর নলকূপ থেকে মাটির নিচ দিয়ে নালা সম্প্রসারণ করেছে। এখন আরও প্রায় ৫০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব।
কিন্তু বেঁকে বসেছেন গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন। নতুন জমিতে তিনি সেচ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অথচ এবার গভীর নলকূপের পানিতে বোরো ধানের প্রস্তুতি নিয়েছিলেন এই কৃষকেরা। তাঁরা বোরো ধানের চারাও তৈরি করেছেন। জমিতে লাগাতে কেউ কেউ চারা তুলেও ফেলেছেন। এখন জমিতে পানি পাচ্ছেন না। এ অবস্থায় ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে বিএমডিএয়ের দুর্গাপুর কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। তারপরও বিষয়টির সুরাহা হয়নি। আজ বৃহস্পতিবার পর্যন্ত চাষিরা পানি পাননি।
মাঠের কৃষকেরা বলেন, বিএমডিএয়ের গভীর নলকূপ থেকে জমি পর্যন্ত নালা ছিল না বলে এত দিন তাঁরা বোরো ধান চাষ করতে পারতেন না। শাক-সবজি চাষ করতেন দূর থেকে পাইপের মাধ্যমে পানি এনে। এভাবে ধান চাষ সম্ভব নয়। এবার তাঁদের পানি দেওয়ার কথা বলে নালা সম্প্রসারণ করা হয়। এর জন্য কৃষকেরা ২০ হাজার টাকাও দিয়েছেন। কিন্তু নালার কাজ শেষে এখন গভীর নলকূপের অপারেটর বুদন আলী ও সভাপতি আলাউদ্দিন পানি দিতে চাচ্ছেন না।
মাঠে ১৫ কাঠা জমি আছে কৃষক শাহাদ আলীর। তিনি বলেন, ‘আমার আর অন্য কোথাও কোনো জমি নাই। এইটুকুই জমি, সেখানে এত দিন ধান হয়নি পানির অভাবে। শুধু শাক-সবজি করেছি। এখনো পেঁয়াজ আছে। কদিনের মধ্যে পেঁয়াজ উঠবে। তারপর ধান করব ভেবেছিলাম। আশা ছিল, এবার কিছুদিন ঘরের ধানের ভাত খাব। কিন্তু এখন তো পানিই দিতে চাচ্ছে না।’
এলাকার স্কুলশিক্ষক হাফিজুর রহমানের দুই বিঘা জমি আছে এলাকায়। তিনি বলেন, ‘প্রায় ৫০ জন কৃষকের ৫০ বিঘা জমি ধান চাষের আওতায় আনতেই নতুন করে প্রায় ২০০ ফুট নালা সম্প্রসারণ করা হয়েছে। এখন এই ৫০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব। কিন্তু কমিটির সভাপতি পানি দিতে চাচ্ছেন না। কেন পানি দেবেন না সেটাও তিনি বলছেন না।’
হাফিজুর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে ধান করতে আমি নিজেই এবার বীজতলা করে চারা করেছি। সকালে চারা তুলেও নিয়েছি। এখন নালার মুখ ছেড়ে জমিতে পানি দিয়ে কাদা করে চারা লাগানোর কথা। কিন্তু তিনি পানি দিতে চাচ্ছেন না। পানি না দিলে আমার তোলা চারা নষ্ট হয়ে যাবে।’
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ‘পানি দেওয়া হবে না, তা ঠিক না। পানি দেওয়া হবে। এত দিন ডিপ (গভীর নলকূপ) বন্ধ ছিল। আজই ডিপ চালু করা হয়েছে। নতুন আরও ৫০ বিঘা জমিতে ধানে পানি দেওয়ার সক্ষমতা এই ডিপের আছে। পানি দেওয়া হবে। কিন্তু কোন কৃষক অভিযোগ করেছে, তা আমি জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএয়ের দুর্গাপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী আজমল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন জমিতে সেচ দেওয়ার জন্যই নালা সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু ওখানে সভাপতির সঙ্গে কোনো কৃষকের হয়তো ব্যক্তিগত বিরোধ আছে। সে জন্য তিনি পানি দেননি। কিন্তু পানি না দিয়ে উপায় নেই। একটা লিখিত অভিযোগ পেয়েছি। আমি লোক পাঠিয়ে সমস্যার সমাধান করে দেব।’
শেষ ফাল্গুনের আকাশে একটুও কুয়াশা নেই। ফাঁকা আকাশের নিচে ফাঁকা খেত। ফসল তেমন নেই। আনোয়ার, চয়ন, বাবুল, ময়নালেরা স্বপ্ন দেখেছিলেন এই জমিতে বাতাসে দোল খাবে সোনালি ধান। পাখি বসবে, তাঁদের চোখ জুড়াবে; ধান তুলে হাতে টাকা আসবে; সংসারের অভাব মিটবে। কিন্তু তাঁদের সেই স্বপ্ন এবার ধূসর হতে বসেছে। কারণ, গভীর নলকূপ পরিচালনা কমিটির প্রভাবশালী সভাপতি তাঁদের সেচের পানিই দিতে চান না। কৃষকেরা যে আশায় বুক বেঁধেছিলেন, তাতে রঙের ছটা নেই। কৃষকের মনে উদ্বেগ।
এই কৃষকদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। দুর্গাপুর পৌরসভার রইপাড়া সরকারপাড়া মাঠে তাঁদের জমি। এই মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ আছে। এর আওতায় ১৫০ বিঘা বোরো ধানের জমিতে সেচ দেওয়া সম্ভব। কিন্তু চাষ হতো ১০০ বিঘার মতো। এরই মধ্যে বেশ কিছু জমিতে পুকুর খনন করা হয়েছে। তাই বোরো ধানের জমি কমেছে। এ অবস্থায় ধানের জমি বাড়াতে সম্প্রতি বিএমডিএ গভীর নলকূপ থেকে মাটির নিচ দিয়ে নালা সম্প্রসারণ করেছে। এখন আরও প্রায় ৫০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব।
কিন্তু বেঁকে বসেছেন গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন। নতুন জমিতে তিনি সেচ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অথচ এবার গভীর নলকূপের পানিতে বোরো ধানের প্রস্তুতি নিয়েছিলেন এই কৃষকেরা। তাঁরা বোরো ধানের চারাও তৈরি করেছেন। জমিতে লাগাতে কেউ কেউ চারা তুলেও ফেলেছেন। এখন জমিতে পানি পাচ্ছেন না। এ অবস্থায় ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে বিএমডিএয়ের দুর্গাপুর কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। তারপরও বিষয়টির সুরাহা হয়নি। আজ বৃহস্পতিবার পর্যন্ত চাষিরা পানি পাননি।
মাঠের কৃষকেরা বলেন, বিএমডিএয়ের গভীর নলকূপ থেকে জমি পর্যন্ত নালা ছিল না বলে এত দিন তাঁরা বোরো ধান চাষ করতে পারতেন না। শাক-সবজি চাষ করতেন দূর থেকে পাইপের মাধ্যমে পানি এনে। এভাবে ধান চাষ সম্ভব নয়। এবার তাঁদের পানি দেওয়ার কথা বলে নালা সম্প্রসারণ করা হয়। এর জন্য কৃষকেরা ২০ হাজার টাকাও দিয়েছেন। কিন্তু নালার কাজ শেষে এখন গভীর নলকূপের অপারেটর বুদন আলী ও সভাপতি আলাউদ্দিন পানি দিতে চাচ্ছেন না।
মাঠে ১৫ কাঠা জমি আছে কৃষক শাহাদ আলীর। তিনি বলেন, ‘আমার আর অন্য কোথাও কোনো জমি নাই। এইটুকুই জমি, সেখানে এত দিন ধান হয়নি পানির অভাবে। শুধু শাক-সবজি করেছি। এখনো পেঁয়াজ আছে। কদিনের মধ্যে পেঁয়াজ উঠবে। তারপর ধান করব ভেবেছিলাম। আশা ছিল, এবার কিছুদিন ঘরের ধানের ভাত খাব। কিন্তু এখন তো পানিই দিতে চাচ্ছে না।’
এলাকার স্কুলশিক্ষক হাফিজুর রহমানের দুই বিঘা জমি আছে এলাকায়। তিনি বলেন, ‘প্রায় ৫০ জন কৃষকের ৫০ বিঘা জমি ধান চাষের আওতায় আনতেই নতুন করে প্রায় ২০০ ফুট নালা সম্প্রসারণ করা হয়েছে। এখন এই ৫০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব। কিন্তু কমিটির সভাপতি পানি দিতে চাচ্ছেন না। কেন পানি দেবেন না সেটাও তিনি বলছেন না।’
হাফিজুর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে ধান করতে আমি নিজেই এবার বীজতলা করে চারা করেছি। সকালে চারা তুলেও নিয়েছি। এখন নালার মুখ ছেড়ে জমিতে পানি দিয়ে কাদা করে চারা লাগানোর কথা। কিন্তু তিনি পানি দিতে চাচ্ছেন না। পানি না দিলে আমার তোলা চারা নষ্ট হয়ে যাবে।’
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ‘পানি দেওয়া হবে না, তা ঠিক না। পানি দেওয়া হবে। এত দিন ডিপ (গভীর নলকূপ) বন্ধ ছিল। আজই ডিপ চালু করা হয়েছে। নতুন আরও ৫০ বিঘা জমিতে ধানে পানি দেওয়ার সক্ষমতা এই ডিপের আছে। পানি দেওয়া হবে। কিন্তু কোন কৃষক অভিযোগ করেছে, তা আমি জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএয়ের দুর্গাপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী আজমল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন জমিতে সেচ দেওয়ার জন্যই নালা সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু ওখানে সভাপতির সঙ্গে কোনো কৃষকের হয়তো ব্যক্তিগত বিরোধ আছে। সে জন্য তিনি পানি দেননি। কিন্তু পানি না দিয়ে উপায় নেই। একটা লিখিত অভিযোগ পেয়েছি। আমি লোক পাঠিয়ে সমস্যার সমাধান করে দেব।’
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
১০ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৭ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪১ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৪ মিনিট আগে