Ajker Patrika

নিখোঁজের ৪ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২২, ১৫: ০২
নিখোঁজের ৪ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের চার দিন পর ডোবা থেকে মোছা মিম আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মিম গোলখালী ইউনিয়নের সিকি সুহরী এলাকার মো. হ‌ুমায়ূন সিকদারের মেয়ে। সে সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। 

জানা গেছে, গত রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় মিম। পরদিন সোমবার সকাল ৬টার দিকে মিমের মা রেখা বেগম মেয়েকে ঘরে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। মেয়েকে খুঁজে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে আজ সকালে বাড়ির উত্তর পাশের ডোবায় থাকা কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মিমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত