নোয়াখালী প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ব্যালট বই উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বাতিল করা হয়। এদিকে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ভোটাররা।
আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট শুরু পর থেকে কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক, পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও ভোট গ্রহণ ধীর। আর তাতে অস্বস্তিতে পড়েছেন ভোটাররা। বেশি বিপাকে পড়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ নারী-পুরুষেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা সহকারী প্রিসাইডিং এর কাছ থেকে ব্যালট পেপারের তিনটি বই নিয়ে তাতে সিল মেরে বক্সে ঢোকায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কৃষ্ণ গোপাল রায় বলেন, দুজন মেম্বার সমর্থক কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ৩৫টি ব্যালট নিয়ে সিল মেরে বক্সে ঢোকানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। জব্দকৃত ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ব্যালট বই উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বাতিল করা হয়। এদিকে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ভোটাররা।
আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট শুরু পর থেকে কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক, পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও ভোট গ্রহণ ধীর। আর তাতে অস্বস্তিতে পড়েছেন ভোটাররা। বেশি বিপাকে পড়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ নারী-পুরুষেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা সহকারী প্রিসাইডিং এর কাছ থেকে ব্যালট পেপারের তিনটি বই নিয়ে তাতে সিল মেরে বক্সে ঢোকায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কৃষ্ণ গোপাল রায় বলেন, দুজন মেম্বার সমর্থক কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ৩৫টি ব্যালট নিয়ে সিল মেরে বক্সে ঢোকানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। জব্দকৃত ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছেন।
মাদারীপুরের সাগর বালা অভি (২২) নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ইতালির পুলিশ। ইতালি থেকে অভির মৃত্যুর খবর এলে পরিবারে শুরু হয় শোকের মাতম। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভির মৃত্যুর খবর পান দেশে থাকা পরিবারের লোকজন। তাঁর পরিবারকে খবরটি জানান নিহত অভির মামাতো ভাই ইতালিপ্রবাসী শুভ বালা ও
৮ মিনিট আগেখুলনায় ট্রেনের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় খুলনা জংশন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল দিনাজপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
২০ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়ে প্রত্যাহার করেছেন ২০ জন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ১১ ও হল সংসদে ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়া তথ্যগত ভুলসহ বিভিন্ন কারণে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
৩৪ মিনিট আগেময়মনসিংহ জেলা পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের ‘জনস্বাস্থ্য’ উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ টাকা বরাদ্দে অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায় দুদক ময়মনসিংহের চার সদস্যের একটি দল।
১ ঘণ্টা আগে