Ajker Patrika

খুলে গেল চলন্ত বাসের চাকা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
খুলে গেল চলন্ত বাসের চাকা

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত অবস্থাতে বাসের পেছনের চারটি চাকা খুলে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন প্রায় ৩০ যাত্রী। রবিবার দুপুরে সৈয়দপুর-রংপুর মহা সড়কের মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, আন্তজেলা পরিবহন ভাই ভাই বাস সার্ভিস নীলফামারী রামগঞ্জ থেকে সৈয়দপুর হয়ে ৩০ জন যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশে রওনা দেয়। কামারপুকুর মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে এলে পেছনের চারটি চাকা খুলে যায়। বাসচালক বাসটি নিয়ন্ত্রণে আনায় এতে কেউ হতাহত হননি। 

বাস চালক রফিকুল ইসলাম জানান, বাসটি যখন কামারপুকুর মৎস্য গবেষণা কেন্দ্রের সামনে তখন কিছু বুঝে ওঠার আগেই বাসটি বন্ধ হয়ে যায়। তখন দেখি বাসটির পেছনের অংশ রাস্তায় বসে গেছে আর চাকাগুলো রাস্তায় পড়ে আছে। পরে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। তাঁরা সবাই নিরাপদ রয়েছে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খাঁন বলেন, ঘটনাটি জানার পর হাইওয়ে পুলিশের পাশাপাশি আমরাও সেখানে গিয়েছি। যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত