Ajker Patrika

মুমূর্ষু দিনমজুরের জীবন বাঁচালেন ভারপ্রাপ্ত ইউএনও

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৩: ৩৬
মুমূর্ষু দিনমজুরের জীবন বাঁচালেন ভারপ্রাপ্ত ইউএনও

নীলফামারীর সৈয়দপুরে শরিফুল (২২) নামের এক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। 

শুক্রবার দিবাগত মধ্যরাতে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যামিটি অফ সৈয়দপুরের আহ্বানে স্থানীয় এক ক্লিনিকে ছুটে গিয়ে তিনি ওই রোগীকে রক্ত দেন। শরিফুল কামারপুকুর ইউনিয়নের হাজিরহাট বটতলার আব্দুল কাদেরের ছেলে। পেশায় দিনমজুর।

হিউম্যামিটি অফ সৈয়দপুর সংগঠন সূত্রে জানা যায়, শরিফুলের বৃক্কে পাথর হয়েছিল। ওইদিন সৈয়দপুরে সাজেদা ক্লিনিকে তাঁর বৃক্কের অস্ত্রোপচার হয়। পরে অপারেশন স্থানের একপাশ দিয়ে রক্ত বের হলে জরুরী তাঁর রক্তের প্রয়োজন হয়। রোগীর স্বজনরা রক্তের জন্য হিউম্যানিটি অফ সৈয়দপুরকে জানায়। ওই সংগঠনের সদস্য সুলতান ও সাজু অনেক চেষ্টা করেও মধ্যরাতে ও পজিটিভ গ্রুপের রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় তাঁরা জানতে পারেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের রক্তের গ্রুপও ও পজিটিভ। পরে তাঁরা এ বিষয়ে তাঁকে জানালে তিনি সঙ্গে সঙ্গে ওই ক্লিনিকে গিয়ে শরিফুলকে রক্ত দেন। বর্তমানে শরিফুল সুস্থ আছেন।

এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে জানান, রক্ত দিয়ে কারও জীবন বাঁচাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। তিনি যেকোনো মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত