ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় অনুমোদনহীন ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নবজাতক সুস্থ আছে।
আজ সোমবার সন্ধ্যায় ডিমলা স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামের অনুমোদনহীন ক্লিনিকটি সিলগালা করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা। সেই সঙ্গে রোগী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তিনি।
নিহত প্রসূতির নাম তসলিমা আক্তার তুলি (২৩)। তিনি উপজেলার শালহাটি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান আসাদের স্ত্রী। গত ৩১ মে সকালে ওই হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়।
হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনেরা বলছে, গত বৃহস্পতিবার রাতে তসলিমা আক্তারকে প্রথম সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিমলা স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনেরা অস্ত্রোপচার না করিয়ে স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করেন। পরদিন শুক্রবার সকালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে ডা. রাজু আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন। কিছুক্ষণ পর কন্যা সন্তানের জন্ম দেন তসলিমা। তবে নবজাতক বেঁচে গেলেও রোগীর অবস্থা অবনতি হতে থাকে। একপর্যায়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা বলেন, ‘অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। রোগী মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নীলফামারীর ডিমলায় অনুমোদনহীন ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নবজাতক সুস্থ আছে।
আজ সোমবার সন্ধ্যায় ডিমলা স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামের অনুমোদনহীন ক্লিনিকটি সিলগালা করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা। সেই সঙ্গে রোগী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তিনি।
নিহত প্রসূতির নাম তসলিমা আক্তার তুলি (২৩)। তিনি উপজেলার শালহাটি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান আসাদের স্ত্রী। গত ৩১ মে সকালে ওই হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়।
হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনেরা বলছে, গত বৃহস্পতিবার রাতে তসলিমা আক্তারকে প্রথম সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিমলা স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনেরা অস্ত্রোপচার না করিয়ে স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করেন। পরদিন শুক্রবার সকালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে ডা. রাজু আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন। কিছুক্ষণ পর কন্যা সন্তানের জন্ম দেন তসলিমা। তবে নবজাতক বেঁচে গেলেও রোগীর অবস্থা অবনতি হতে থাকে। একপর্যায়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা বলেন, ‘অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। রোগী মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৫ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৫ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
৫ ঘণ্টা আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
৫ ঘণ্টা আগে