Ajker Patrika

ব্যাটারি চুরির মামলায় বাদীর ছেলেসহ ২ যুবক কারাগারে

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২২: ১৫
ব্যাটারি চুরির মামলায় বাদীর ছেলেসহ ২ যুবক কারাগারে

নীলফামারীর ডোমারে অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে মামলার বাদীর বাড়ি থেকে ও অপরজনকে আজ (শুক্রবার) ভোরে উপজেলার সোনারায় বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন শাহিনুর ইসলাম (২৩)। তিনি মামলার বাদীর ছেলে এবং উপজেলার দিঘোলটারী এলাকার বাসিন্দা ও তাঁর সহযোগী ফরেস্ট নদীয়াপাড়া এলাকার বাসিন্দা জুয়েল ইসলাম (৩০)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশার ব্যাটারি চুরি মামলায় বাদীর ছেলেকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে সহযোগী জুয়েলকে সঙ্গে নিয়ে চুরি করেছে বলে স্বীকারও করে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’  

পুলিশ জানায়, ৭ অক্টোবর বাদী ছবদের আলীর দিঘোলটারী এলাকার বাড়ি থেকে অটোরিকশা চুরি হয়। খোঁজাখুঁজির পর উপজেলা পরিষদের সামনে অটোরিকশাটি পাওয়া গেলেও চারটি ব্যাটারি পাওয়া যায়নি। পরে ৯ অক্টোবর ছবদের আলী বাদী হয়ে অজ্ঞাত আসামির নামে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে বাদীর বাড়ি থেকে তাঁর ছেলে শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি ও জুয়েল ইসলাম মিলে তাঁর বাবার অটোরিকশার ব্যাটারি চুরি করে বলে স্বীকারও করেন। আজ শুক্রবার ভোরে উপজেলার সোনারায় বাজার থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

ছাত্রদলের দাবির মুখে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত