মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় এক বিজিবি সদস্যের বিরুদ্ধে ছুটিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ভাই আমিন খান বিজিবি সদস্য ওয়াসিম মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে আজ শনিবার মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াসিম মিয়া একই উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের তাহের ব্যাপারীর ছেলে। তিনি বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক খানের মেয়ের জামাই। সরকারি ছুটিতে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তর্কবিতর্ক হয় ওয়াসিম ও তার শ্যালক তারিন মিয়ার। একপর্যায়ে ওয়াসিম মিয়াসহ তারা কয়েকজন উত্তেজিত হয়ে অন্তঃসত্ত্বা ওই নারীকে মারধর করে। এতে ভুক্তভোগী আহত হলে স্থানীয় লোকজন রাতেই তাঁকে মদন হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী নারী বলেন, ‘ওয়াসিম প্রায় সময়েই আমাদের হুমকি-ধমকি দেয়। এবার ছুটি পেয়ে বেড়াতে এসে পূর্বের তুচ্ছ বিষয় নিয়ে গালমন্দ শুরু করে। একপর্যায়ে আমাকে মারপিট করে। আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। মারপিট করার পর থেকেই পেটে ব্যথা অনুভব করছি। আমি এর বিচার দাবি করছি।’
জানতে চাইলে অভিযুক্ত ওয়াসিম মিয়া বলেন, ‘আমি ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। বৃহস্পতিবার রাতে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি জড়িত না। তারা আমার ওপর মিথ্যা অভিযোগ তুলেছে।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, ‘মারপিটে আহত হয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার মদন উপজেলায় এক বিজিবি সদস্যের বিরুদ্ধে ছুটিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ভাই আমিন খান বিজিবি সদস্য ওয়াসিম মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে আজ শনিবার মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াসিম মিয়া একই উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের তাহের ব্যাপারীর ছেলে। তিনি বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক খানের মেয়ের জামাই। সরকারি ছুটিতে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তর্কবিতর্ক হয় ওয়াসিম ও তার শ্যালক তারিন মিয়ার। একপর্যায়ে ওয়াসিম মিয়াসহ তারা কয়েকজন উত্তেজিত হয়ে অন্তঃসত্ত্বা ওই নারীকে মারধর করে। এতে ভুক্তভোগী আহত হলে স্থানীয় লোকজন রাতেই তাঁকে মদন হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী নারী বলেন, ‘ওয়াসিম প্রায় সময়েই আমাদের হুমকি-ধমকি দেয়। এবার ছুটি পেয়ে বেড়াতে এসে পূর্বের তুচ্ছ বিষয় নিয়ে গালমন্দ শুরু করে। একপর্যায়ে আমাকে মারপিট করে। আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। মারপিট করার পর থেকেই পেটে ব্যথা অনুভব করছি। আমি এর বিচার দাবি করছি।’
জানতে চাইলে অভিযুক্ত ওয়াসিম মিয়া বলেন, ‘আমি ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। বৃহস্পতিবার রাতে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি জড়িত না। তারা আমার ওপর মিথ্যা অভিযোগ তুলেছে।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, ‘মারপিটে আহত হয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ শনিবার (৬ আগস্ট) বিকেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থার উন্নতি হয়েছে। সাত দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার মা-বাবা বলে ডাক দিয়েছেন সায়েম।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও স্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
১ ঘণ্টা আগে