নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফি-এর নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত টাকা ফেরত না দিলে পরীক্ষা স্থগিত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বিকেলে পরীক্ষা শেষে শিক্ষার্থী ও কলেজ শাখার ছাত্রলীগের নেতা–কর্মীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ সেশনে ৬০৯ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। এর মধ্যে ৩২৩ জন শিক্ষার্থী অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। প্রত্যেক পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা আদায় করেছেন কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে কয়েক দিন ধরে শিক্ষার্থী ও শিক্ষকরে মধ্যে দফায় দফায় বৈঠক চলছে।
অপর দিকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। বর্তমানে তদন্ত চলমান রয়েছে।
কিন্তু শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সোমবার পরীক্ষা শেষে টাকা ফেরত ও অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করে। সেই সময় শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত করে বিভিন্ন কর্মসূচির করার হুঁশিয়ারি দেয়।
এ ব্যাপারে মদন সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহ্বায়ক এস এম আকরাম হাসান বলেন, ‘ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ সকল ধরনের ফি-বাবদ টাকা নিয়েছে। এখন পরীক্ষার ফি এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা আদায় করেছে। এ নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। টাকা ফেরত না দিলে পরীক্ষা স্থগিতসহ মানববন্ধন কর্মসূচি দেওয়া হবে।’
জানতে চাইলে কলেজর অধ্যক্ষ মো. গিয়া উদ্দিন বলেন, ‘ভর্তির সময় পরীক্ষার ফি শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া হয়নি। নিয়মানুযায়ী পরীক্ষার্থীদের নিকট থেকে ৩০০ টাকা টাকা নেওয়া হয়েছে। একাংশ শিক্ষার্থী বিনা পয়সায় পরীক্ষা দিতে চায়। তাই তারা ঝামেলা করছে। বেশি ঝামেলা করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগে তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফি-এর নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত টাকা ফেরত না দিলে পরীক্ষা স্থগিত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বিকেলে পরীক্ষা শেষে শিক্ষার্থী ও কলেজ শাখার ছাত্রলীগের নেতা–কর্মীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ সেশনে ৬০৯ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। এর মধ্যে ৩২৩ জন শিক্ষার্থী অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। প্রত্যেক পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা আদায় করেছেন কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে কয়েক দিন ধরে শিক্ষার্থী ও শিক্ষকরে মধ্যে দফায় দফায় বৈঠক চলছে।
অপর দিকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। বর্তমানে তদন্ত চলমান রয়েছে।
কিন্তু শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সোমবার পরীক্ষা শেষে টাকা ফেরত ও অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করে। সেই সময় শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত করে বিভিন্ন কর্মসূচির করার হুঁশিয়ারি দেয়।
এ ব্যাপারে মদন সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহ্বায়ক এস এম আকরাম হাসান বলেন, ‘ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ সকল ধরনের ফি-বাবদ টাকা নিয়েছে। এখন পরীক্ষার ফি এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা আদায় করেছে। এ নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। টাকা ফেরত না দিলে পরীক্ষা স্থগিতসহ মানববন্ধন কর্মসূচি দেওয়া হবে।’
জানতে চাইলে কলেজর অধ্যক্ষ মো. গিয়া উদ্দিন বলেন, ‘ভর্তির সময় পরীক্ষার ফি শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া হয়নি। নিয়মানুযায়ী পরীক্ষার্থীদের নিকট থেকে ৩০০ টাকা টাকা নেওয়া হয়েছে। একাংশ শিক্ষার্থী বিনা পয়সায় পরীক্ষা দিতে চায়। তাই তারা ঝামেলা করছে। বেশি ঝামেলা করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগে তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদী জনতা মিছিল নিয়ে এসে দরবার শরীফে হামলা চালালে, নুরাল পাগলের ভক্তরা এর পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়। এ সময় পুলিশের ওপর হামলা...
২২ মিনিট আগেআরেক স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, "সে একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সবাই তাকে ভয় পায়। মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে সে জড়িত। সে প্রকাশ্যে চার রাউন্ড ফাঁকা গুলি করে। পরে জনতা ধাওয়া করলে সে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
৪৪ মিনিট আগেযশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধারণা করা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়ার জন্য তিনি সীমান্তে অবস্থান করছিলেন। শুক্রবার (৫ সেপ্টম্বর) রাত ৮টার দিকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ইমরান যশোর..
১ ঘণ্টা আগেউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নে বর্তমানে ১০ হেক্টর জমিতে ৮০ জন কৃষক মাছের ঘেরে অমৌসুমী তরমুজ চাষ করেছেন। কৃষকদের বীজ, সার, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। মাছের ঘেরের আইলের ওপর গাছ রোপন ও ঘেরে পানির ওপর মাচা হওয়ায় বাড়তি জমি নষ্ট...
২ ঘণ্টা আগে