নেত্রকোনা প্রতিনিধি
একই পরিবারের তিন কৃষককে হত্যা মামলার ১৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. এরশাদ আলীকে (৪৫) নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এরশাদ আলীর বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামে।
র্যাব জানায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ২০০৬ সালের ২২ জানুয়ারি উপজেলার চোরের ভিটা গ্রামের একই পরিবারের তিন সদস্যকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেন এরশাদ ও তাঁর স্বজনেরা। খুনের শিকার তিনজন হলেন হরিদাশ সূত্রধর (৩৮), তাঁর ভাই নিরঞ্জন সূত্রধর (৪০) এবং ভাতিজা বিমল সূত্রধর (২৫)।
এ ঘটনায় পরদিন বিমল সূত্রধরের ভাই শ্যামল সূত্রধর বাদী হয়ে ধোবাউড়া থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলায় ১৫ জন আসামির মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। ঘটনার পর থেকে এরশাদ পলাতক ছিলেন।
কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর থেকে এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার জন্য ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
একই পরিবারের তিন কৃষককে হত্যা মামলার ১৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. এরশাদ আলীকে (৪৫) নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এরশাদ আলীর বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামে।
র্যাব জানায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ২০০৬ সালের ২২ জানুয়ারি উপজেলার চোরের ভিটা গ্রামের একই পরিবারের তিন সদস্যকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেন এরশাদ ও তাঁর স্বজনেরা। খুনের শিকার তিনজন হলেন হরিদাশ সূত্রধর (৩৮), তাঁর ভাই নিরঞ্জন সূত্রধর (৪০) এবং ভাতিজা বিমল সূত্রধর (২৫)।
এ ঘটনায় পরদিন বিমল সূত্রধরের ভাই শ্যামল সূত্রধর বাদী হয়ে ধোবাউড়া থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলায় ১৫ জন আসামির মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। ঘটনার পর থেকে এরশাদ পলাতক ছিলেন।
কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর থেকে এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার জন্য ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজে ২৬ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। অথচ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদের ফি নেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন খাতে আদায় করা অর্থ শিক্ষার্থীদের জন্য ঠিকভাবে ব্যয় করা হয় না বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফে রাফিয়া নামের এক নারীর সঙ্গে বেড়াতে গিয়ে দুই যুবক অপহরণের শিকার হয়েছেন। তাঁরা হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়ার শফিউল আলমের ছেলে মো. আদনান (২১) এবং একই এলাকার মো. শফিকের ছেলে মো. হাশেম (২২)। এ ঘটনায় হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেখুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামছুন নাহার লাকির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। লাকি খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক এবং হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। নির্যাতনের অভিযোগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গৃহকর্মী আকলিমা খাতুন বাদী হয়ে খুলনার অতিরিক্ত...
৩ ঘণ্টা আগে