নেত্রকোনা প্রতিনিধি
কারামুক্ত বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে। সেই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশের মানুষকে আহ্বান জানান।
আজ রোববার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, দ্রুত নির্বাচন দেন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বাবর আরও বলেন, ‘আমার জানামতে, দেশ ও জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। তবুও আমাকে সাড়ে ১৭ বছর কারাবরণ করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমি এসব অন্যায় থেকে মুক্তি পেয়েছি।’
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমার নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাঁকে অভ্যর্থনা জানাব।’
নিজ জেলা নেত্রকোনাবাসীর উদ্দেশে বাবর বলেন, ‘আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ভবিষ্যতে সুযোগ হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশা আল্লাহ।’
জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
পরে লুৎফুজ্জামান বাবর সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.)-এর মাজার জিয়ারত করেন। রাতে তিনি মদন উপজেলার নিজ গ্রাম বাড়িবাদেরায় রাত্রিযাপন করবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
কারামুক্ত বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে। সেই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশের মানুষকে আহ্বান জানান।
আজ রোববার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, দ্রুত নির্বাচন দেন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বাবর আরও বলেন, ‘আমার জানামতে, দেশ ও জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। তবুও আমাকে সাড়ে ১৭ বছর কারাবরণ করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমি এসব অন্যায় থেকে মুক্তি পেয়েছি।’
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমার নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাঁকে অভ্যর্থনা জানাব।’
নিজ জেলা নেত্রকোনাবাসীর উদ্দেশে বাবর বলেন, ‘আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ভবিষ্যতে সুযোগ হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশা আল্লাহ।’
জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
পরে লুৎফুজ্জামান বাবর সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.)-এর মাজার জিয়ারত করেন। রাতে তিনি মদন উপজেলার নিজ গ্রাম বাড়িবাদেরায় রাত্রিযাপন করবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৯ মিনিট আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
১২ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে