Ajker Patrika

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নৌসেনা নিহত

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৭: ৪৬
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নৌসেনা নিহত

নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক রুবেল ইসলাম (৩০) নামের এক নৌসেনা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গাজির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেল ইসলাম চট্টগ্রাম নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম নাজিম উদ্দীন। চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা রুবেলের পরিবার রাজশাহী নগরীর বালিয়াডাঙ্গী এলাকায় বসবাস করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নৌসেনা রুবেল ইসলাম মোটরসাইকেল নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। দত্তপাড়া ব্রিজসংলগ্ন গাজির বিল এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।

ওসি আরও বলেন, নৌসেনা রুবেলের লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হওয়ায় কিছু আনুষ্ঠানিকতা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত