লালপুর (নাটোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আত্মীয়ের দাফন শেষে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন মাহাবুব আলম (৪০)। পথে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান বাবার কোল থেকে ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে দুজনই।
পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত মাহাবুব আলম রাজশাহীর বাঘার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ডাক্তার নায়েবের ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মাহবুব আলম নাটোরের লালপুরের মোমিনপুর গ্রামে পরিবার নিয়ে ভাইয়ের শাশুড়ি কামাল উদ্দিনের স্ত্রী চায়না বেগমের দাফন করতে আসেন। জানাজার পর দাফন শেষে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাবনায় ফিরছিলেন। রাত ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বেপরোয়া অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তাঁর কোলে থাকা ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে দুজন ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী শারমিন আক্তার ও আরেক সন্তান তাশফিক রহমান আহত হন। আহত সিএনজি অটোচালককে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ ও সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আত্মীয়ের দাফন শেষে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন মাহাবুব আলম (৪০)। পথে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান বাবার কোল থেকে ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে দুজনই।
পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত মাহাবুব আলম রাজশাহীর বাঘার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ডাক্তার নায়েবের ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মাহবুব আলম নাটোরের লালপুরের মোমিনপুর গ্রামে পরিবার নিয়ে ভাইয়ের শাশুড়ি কামাল উদ্দিনের স্ত্রী চায়না বেগমের দাফন করতে আসেন। জানাজার পর দাফন শেষে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাবনায় ফিরছিলেন। রাত ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বেপরোয়া অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তাঁর কোলে থাকা ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে দুজন ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী শারমিন আক্তার ও আরেক সন্তান তাশফিক রহমান আহত হন। আহত সিএনজি অটোচালককে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ ও সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা সতর্কীকরণকেন্দ্রের দাবি, আগামী ৭২ ঘণ্টা সমতলে বাড়তে পারে তিস্তা নদীর পানিপ্রবাহ।
৬ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্যান এলাকার রামপাহাড়ের গহিন অরণ্যে সাপটি ছাড়া হয়। সাপটি আট ফুট লম্বা এবং এর ওজন সাড়ে ছয় কেজি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পি এ তথ্য নিশ্চিত
১৪ মিনিট আগেচট্টগ্রামে চুরির একটি মোবাইল ফোন খুঁজতে গিয়ে আরও প্রায় দেড় শ মোবাইল ও দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেদিনাজপুরের বিরামপুর উপজেলায় ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লেগে আরতি রাণী (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার হাবিবপুর সড়কে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে