Ajker Patrika

মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৩, ১৩: ৩৭
মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে শিপন আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ছয়জন। 

আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। 

নিহত শিপন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা। 

আহত ব্যক্তিরা হলো কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মাধবপুরের আবু বক্কর (৪৫), রিমা বেগম (৩০),  শামীম হোসেন (১১), আনোয়ার হোসেন, শফিক উদ্দিন (২৯) ও বন্যা খাতুন (২০)। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। 

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। 

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

স্ত্রী পুরুষ নন—আদালতে প্রমাণ করতে হবে মাখোঁকে

দায়িত্বে অবহেলায় নির্বাচন কর্মকর্তাদের শাস্তি বাড়ছে

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময়-প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত