নাটোর (লালপুর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়ায় রিপন কাজী (৩৫) নামে এক যুবককে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাখি শিকারি তিন যুবককে আটক করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য এম এ রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন উপজেলার কদিমচিলান ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. জাহিদ হাসান (২৯), মো. আশরাফুল ইসলাম (৩২) ও সামাউল সরদার (৩০)।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে রিপনের বাড়ির পাশে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন জাহিদ হাসান, আশরাফুল ইসলাম ও সামাউল সরদার। এ সময় রিপন তাঁদের পাখি শিকার করতে নিষেধ করলে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহিদ এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান বলেন, রিপনের পেটে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রামেকে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা তিন যুবককে গণপিটুনি দিয়ে আটক করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে উদ্ধার করে করে থানা হেফাজতে নিয়েছে। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল, এয়ারগান ও শিকার করা পাখি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।
বন্য প্রাণী শিকারের বিষয়টি অবহিত করলে উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।
নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়ায় রিপন কাজী (৩৫) নামে এক যুবককে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাখি শিকারি তিন যুবককে আটক করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য এম এ রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন উপজেলার কদিমচিলান ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. জাহিদ হাসান (২৯), মো. আশরাফুল ইসলাম (৩২) ও সামাউল সরদার (৩০)।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে রিপনের বাড়ির পাশে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন জাহিদ হাসান, আশরাফুল ইসলাম ও সামাউল সরদার। এ সময় রিপন তাঁদের পাখি শিকার করতে নিষেধ করলে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহিদ এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান বলেন, রিপনের পেটে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রামেকে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা তিন যুবককে গণপিটুনি দিয়ে আটক করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে উদ্ধার করে করে থানা হেফাজতে নিয়েছে। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল, এয়ারগান ও শিকার করা পাখি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।
বন্য প্রাণী শিকারের বিষয়টি অবহিত করলে উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।
কয়েক দিনের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
৪ মিনিট আগেরাজধানীর গেন্ডারিয়ায় রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাতনামা (২৫) এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশের জমি থেকে ওই তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তরুণীকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।
১২ মিনিট আগেউল্লাপাড়ায় এক দিনের ব্যবধানে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চরঘাটিনা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ আলহাজ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন।
১৬ মিনিট আগেকুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় বিস্তারিত অনুসন্ধান ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুদক সদর দপ্তরে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান।
১৭ মিনিট আগে