নাটোর ও লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁদের লালপুর থানায় রাখার পরিবর্তে নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। বিএনপির সমর্থকেরা ওই তিন আসামিকেও থানা থেকে ছিনিয়ে নিতে পারেন, এমন শঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের যুবদল কর্মী মাসুদ রানা (৪৫), গৌরিপুর গ্রামের রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০)।
আজ বুধবার দুপুরে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ও লালপুর থানার ওসি নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার মামলায় গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, গতকাল দুপুরে রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসা হয়। পরে তাঁর সমর্থকেরা থানায় এসে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা থানায় হট্টগোল করেন এবং রুবেলকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় গতকাল রাতে অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
নাজমুল হক বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের যেন কেউ ছিনিয়ে নিতে না পারেন, সে জন্য নাটোর সদর থানায় রাখা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘লালপুর থানার একটি মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। মামলার কাগজপত্র সদর থানায় এলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’
এর আগে বিএনপি নেতার বাড়িতে হামলা মামলার আসামি নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করার পর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল বিকেলে লালপুর থানা থেকে দলের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন। রুবেল উদ্দিন উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় গতকাল বিকেলে বাগাতিপাড়া ও লালপুর থানা-পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁকে বাগাতিপাড়া থানায় নেওয়ার প্রস্তুতিকালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা-কর্মী থানায় হাজির হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। বিকেল সাড়ে ৫টার দিকে রুবেলকে থানা হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘যত দূর জানি, বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন জড়িত ছিলেন না। তবে রুবেলকে আটকের পর থানায় কী ঘটেছে, তা আমি নিশ্চিত নই।’
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন, ‘মামলার আসামি রুবেল উদ্দিনকে থানা হেফাজত থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী বিপথগামী কিছু নেতা ছিনিয়ে নিয়ে যায়। এটি অত্যন্ত ন্যক্কারজনক, ঘৃণ্য ও দুঃখজনক ঘটনা। এ ধরনের অপকর্মের জন্য বিএনপি লালপুর শাখার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। দল এ ধরনের ঘটনার জন্য কোনোভাবেই দায়ী নয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘যারা বিএনপির নাম ব্যবহার করে এই কাজ করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁদের লালপুর থানায় রাখার পরিবর্তে নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। বিএনপির সমর্থকেরা ওই তিন আসামিকেও থানা থেকে ছিনিয়ে নিতে পারেন, এমন শঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের যুবদল কর্মী মাসুদ রানা (৪৫), গৌরিপুর গ্রামের রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০)।
আজ বুধবার দুপুরে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ও লালপুর থানার ওসি নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার মামলায় গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, গতকাল দুপুরে রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসা হয়। পরে তাঁর সমর্থকেরা থানায় এসে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা থানায় হট্টগোল করেন এবং রুবেলকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় গতকাল রাতে অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
নাজমুল হক বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের যেন কেউ ছিনিয়ে নিতে না পারেন, সে জন্য নাটোর সদর থানায় রাখা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘লালপুর থানার একটি মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। মামলার কাগজপত্র সদর থানায় এলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’
এর আগে বিএনপি নেতার বাড়িতে হামলা মামলার আসামি নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করার পর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল বিকেলে লালপুর থানা থেকে দলের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন। রুবেল উদ্দিন উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় গতকাল বিকেলে বাগাতিপাড়া ও লালপুর থানা-পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁকে বাগাতিপাড়া থানায় নেওয়ার প্রস্তুতিকালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা-কর্মী থানায় হাজির হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। বিকেল সাড়ে ৫টার দিকে রুবেলকে থানা হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘যত দূর জানি, বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন জড়িত ছিলেন না। তবে রুবেলকে আটকের পর থানায় কী ঘটেছে, তা আমি নিশ্চিত নই।’
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন, ‘মামলার আসামি রুবেল উদ্দিনকে থানা হেফাজত থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী বিপথগামী কিছু নেতা ছিনিয়ে নিয়ে যায়। এটি অত্যন্ত ন্যক্কারজনক, ঘৃণ্য ও দুঃখজনক ঘটনা। এ ধরনের অপকর্মের জন্য বিএনপি লালপুর শাখার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। দল এ ধরনের ঘটনার জন্য কোনোভাবেই দায়ী নয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘যারা বিএনপির নাম ব্যবহার করে এই কাজ করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১১ মিনিট আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
১৫ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে