শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শান্তি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামে ওই নারী মারা যান।
এর আগে গতকাল মঙ্গলবার ভোর ৫টায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। নিহত শান্তি বেগম বংশিরদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইব্রাহীমের স্ত্রী।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, গতকাল মঙ্গলবার ভোর ৫টায় শান্তি বেগম ফজরের নামাজ পড়ে ঘরের ভেতর চেয়ারে বসেছিল এমন সময় প্রতিবেশী মোন্তাজ উদ্দিনের ছেলে আমানুল্লাহ পেছন থেকে মুখ চেপে ধরে বুকের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় শান্তি বেগমের চিৎকার শুনে পাশের রুমে থাকা ছেলের বউ শাহিনুর ও প্রতিবেশীরা এসে তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে বুধবার সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।
মৃত্যুর আগে শান্তি বেগম তাঁর স্বজনদের জানায় আমানুল্লাহ তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁর কথার এমন একটি ভিডিও স্থানীয় সাংবাদিক ও পুলিশকে দেন স্বজনেরা।
খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাহউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত আমানুল্লাহকে আটকের চেষ্টা চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শান্তি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামে ওই নারী মারা যান।
এর আগে গতকাল মঙ্গলবার ভোর ৫টায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। নিহত শান্তি বেগম বংশিরদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইব্রাহীমের স্ত্রী।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, গতকাল মঙ্গলবার ভোর ৫টায় শান্তি বেগম ফজরের নামাজ পড়ে ঘরের ভেতর চেয়ারে বসেছিল এমন সময় প্রতিবেশী মোন্তাজ উদ্দিনের ছেলে আমানুল্লাহ পেছন থেকে মুখ চেপে ধরে বুকের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় শান্তি বেগমের চিৎকার শুনে পাশের রুমে থাকা ছেলের বউ শাহিনুর ও প্রতিবেশীরা এসে তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে বুধবার সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।
মৃত্যুর আগে শান্তি বেগম তাঁর স্বজনদের জানায় আমানুল্লাহ তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁর কথার এমন একটি ভিডিও স্থানীয় সাংবাদিক ও পুলিশকে দেন স্বজনেরা।
খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাহউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত আমানুল্লাহকে আটকের চেষ্টা চলছে।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
১৩ মিনিট আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
১৮ মিনিট আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
২২ মিনিট আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
২ ঘণ্টা আগে