ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন গোলাম রব্বানী রাব্বী (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন।
চিকিৎসকের বরাতে রাব্বীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, গোলাম রব্বানীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।
গোলাম রব্বানীর দুলাভাই আল-আমিন ইসলাম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ফাটুরবাজার গ্রামে। বর্তমানে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় গোলাম রব্বানী। ওই কারখানায় চার মাস ধরে কাজ করতেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর (৪০) নামে একজন। আর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস আলী (৩৫)। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মারা যান নিয়ন ও শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন।
বর্তমানে ৯৭ শতাংশ দগ্ধ নিয়ে জুয়েল ও ২৮ শতাংশ নিয়ে ইব্রাহিম ভর্তি আছেন হাসপাতালে। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
কারখানাটির সুপারভাইজার শফিকুল ইসলাম জানান, তাঁরা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁরা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন গোলাম রব্বানী রাব্বী (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন।
চিকিৎসকের বরাতে রাব্বীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, গোলাম রব্বানীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।
গোলাম রব্বানীর দুলাভাই আল-আমিন ইসলাম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ফাটুরবাজার গ্রামে। বর্তমানে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় গোলাম রব্বানী। ওই কারখানায় চার মাস ধরে কাজ করতেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর (৪০) নামে একজন। আর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস আলী (৩৫)। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মারা যান নিয়ন ও শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন।
বর্তমানে ৯৭ শতাংশ দগ্ধ নিয়ে জুয়েল ও ২৮ শতাংশ নিয়ে ইব্রাহিম ভর্তি আছেন হাসপাতালে। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
কারখানাটির সুপারভাইজার শফিকুল ইসলাম জানান, তাঁরা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁরা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৩। এ সময় মোতায়েন থাকবে রোবাস্ট টহল, বসবে চেকপোস্ট, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদে এক সংবাদ...
৫ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে ইজিবাইকের চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
১০ মিনিট আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩-এর বিশেষ অভিযান শেষে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশের পরিত্যক্ত ফুলওয়ালা ক্যানটিনে।
২৩ মিনিট আগেরাজধানীর দক্ষিণখান থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকছেদুর রহমান ওরফে মোকছেদুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (এসপি) মাহফুজুল আলম রাসেল আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
২৫ মিনিট আগে