নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
এদিন মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেন রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মী নূর নবী জনি। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ১০ সেপ্টেম্বর ধার্য করেন। মামলায় এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) মামুনুল হকের বিরুদ্ধে একজন সাংবাদিক ও রিসোর্টের কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন মামুনুল হক ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তাতে মামুনুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হয় না। সাক্ষীদের জবানবন্দির সঙ্গে বর্তমান সাক্ষ্যের মিল নেই। তাঁরা আমাদের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি।’
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালতের বিচারিক কার্যক্রম শেষে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক অবস্থান করলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ঘেরাও করেন। এ সময় মামুনুল হক তাঁর সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। ঘটনার পরপরই হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকেরা গিয়ে রিসোর্ট ভাঙচুর করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে ১৮ এপ্রিল পুলিশ মামুনুল হককে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। একই মাসে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
এদিন মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেন রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মী নূর নবী জনি। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ১০ সেপ্টেম্বর ধার্য করেন। মামলায় এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) মামুনুল হকের বিরুদ্ধে একজন সাংবাদিক ও রিসোর্টের কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন মামুনুল হক ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তাতে মামুনুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হয় না। সাক্ষীদের জবানবন্দির সঙ্গে বর্তমান সাক্ষ্যের মিল নেই। তাঁরা আমাদের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি।’
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালতের বিচারিক কার্যক্রম শেষে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক অবস্থান করলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ঘেরাও করেন। এ সময় মামুনুল হক তাঁর সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। ঘটনার পরপরই হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকেরা গিয়ে রিসোর্ট ভাঙচুর করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে ১৮ এপ্রিল পুলিশ মামুনুল হককে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। একই মাসে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে ব্যাংকে তাঁর ব্যক্তিগত হিসাব নম্বরে (অ্যাকাউন্ট) কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধনের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয় দুই বছর আগে। ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রেলপথে যুক্ত হয় মুন্সিগঞ্জ। এ জন্য জেলার শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় নির্মাণ করা হয় নান্দনিক তিনটি রেলস্টেশন।
৪ ঘণ্টা আগেবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রাণের দাবি ছিল ভৈরব নদের ওপর সেতু নির্মাণ। খুলনাবাসীর আন্দোলনের মুখে ২০২১ সালে সেতু নির্মাণ শুরু করা হয়। এ প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। নকশা জটিলতা এবং রেলওয়ের অধিগ্রহণ করা জমি বুঝে না পাওয়ায় অনেকটা থমক
৫ ঘণ্টা আগেশিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।
৭ ঘণ্টা আগে