লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলামকে (৫৫) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে আটক করার পর মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার রায়গ্রামের মৃত গফ্ফার মোল্যার দুই ছেলে শান্ত (২২) ও সবুজ (৩০)। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
গত বুধবার রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম (৫১) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
এর আগে গত সোমবার রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের সিরাজুল ইসলামকে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। হত্যার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মামলা করেছেন। এ ঘটনায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলামকে (৫৫) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে আটক করার পর মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার রায়গ্রামের মৃত গফ্ফার মোল্যার দুই ছেলে শান্ত (২২) ও সবুজ (৩০)। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
গত বুধবার রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম (৫১) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
এর আগে গত সোমবার রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের সিরাজুল ইসলামকে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। হত্যার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মামলা করেছেন। এ ঘটনায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছোট ভাইসহ তিনজনকে আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগেহোমনা বাজারের কাশীনাথ সাহার চা দোকানের সামনের এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত। ভাঙা স্ল্যাবের কারণে প্রায়ই হেঁটে চলাচলকারী মানুষ ড্রেনের গর্তে পড়ে আহত হচ্ছেন। শুধু মানুষ নয়, সিএনজি ও অটোরিকশার মতো ছোট যানবাহনও প্রায়ই এই গর্তে আটকে যায়।
১৫ মিনিট আগেগত ৫ আগস্ট জুম্মার নামাজের পর ’ঈমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় পুলিশসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন এবং নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা নিহত হন।
২৭ মিনিট আগে