বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীর চাকরাইল গ্রামে এক পরিবারকে প্রভাবশালীর নির্দেশে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। বসতঘরের সামনে নেটের বেড়া দিয়ে ওই পরিবারটিকে অরুদ্ধ করে রাখা হয়। তবে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মুক্তি পায় ওই পরিবার। আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে চাকরাইল গ্রামের কুলসুম বেগমের (৪৮) বসতঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় একই গ্রামের বাবু (৫০) মিজানুর রহমান (৫০), শামিম (২৮), রেজ্জাক (৪৫), মিনা বেগমসহ (৪৫) ৫ জন প্রতিবেশী।
এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নেটের বেড়া তুলতে না পেরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে জানান। কিন্তু চেয়ারম্যানও এই বিষয়টি মীমাংসা করতে পারেননি।
এরপর ভুক্তভোগী বদলগাছী থানায় লিখিত অভিযোগ করলে সন্ধ্যায় বদলগাছী থানার ইনচার্জ আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই কামরুল হাসান ও এসআই মেহেদী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হস্তক্ষেপে অবরুদ্ধ বাড়ির সামনে থেকে নেটের বেড়া তুলে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দা ফেরদৌস বলেন, গত ৪ মার্চ জমি নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিবেশী বাবু স্থানীয় প্রভাবশালী জালালের (৬৫) কথায় সেখানে বেড়া দেন। সকাল থেকে অবরুদ্ধ পরিবারের সদস্যরা পাশের বাড়িতে আশ্রয় গ্রহণ করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘আমি বেড়া সরাতে বললেও আমার কথা শোনেনি। আমার বিচার তারা মানেনি।’
এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় উভয়ের সঙ্গে বসে মীমাংসার চেষ্টা চলছে। অবরুদ্ধ পরিবারের তারের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।’
নওগাঁর বদলগাছীর চাকরাইল গ্রামে এক পরিবারকে প্রভাবশালীর নির্দেশে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। বসতঘরের সামনে নেটের বেড়া দিয়ে ওই পরিবারটিকে অরুদ্ধ করে রাখা হয়। তবে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মুক্তি পায় ওই পরিবার। আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে চাকরাইল গ্রামের কুলসুম বেগমের (৪৮) বসতঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় একই গ্রামের বাবু (৫০) মিজানুর রহমান (৫০), শামিম (২৮), রেজ্জাক (৪৫), মিনা বেগমসহ (৪৫) ৫ জন প্রতিবেশী।
এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নেটের বেড়া তুলতে না পেরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে জানান। কিন্তু চেয়ারম্যানও এই বিষয়টি মীমাংসা করতে পারেননি।
এরপর ভুক্তভোগী বদলগাছী থানায় লিখিত অভিযোগ করলে সন্ধ্যায় বদলগাছী থানার ইনচার্জ আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই কামরুল হাসান ও এসআই মেহেদী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হস্তক্ষেপে অবরুদ্ধ বাড়ির সামনে থেকে নেটের বেড়া তুলে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দা ফেরদৌস বলেন, গত ৪ মার্চ জমি নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিবেশী বাবু স্থানীয় প্রভাবশালী জালালের (৬৫) কথায় সেখানে বেড়া দেন। সকাল থেকে অবরুদ্ধ পরিবারের সদস্যরা পাশের বাড়িতে আশ্রয় গ্রহণ করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘আমি বেড়া সরাতে বললেও আমার কথা শোনেনি। আমার বিচার তারা মানেনি।’
এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় উভয়ের সঙ্গে বসে মীমাংসার চেষ্টা চলছে। অবরুদ্ধ পরিবারের তারের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।’
কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে ব্যাংকে তাঁর ব্যক্তিগত হিসাব নম্বরে (অ্যাকাউন্ট) কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধনের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয় দুই বছর আগে। ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রেলপথে যুক্ত হয় মুন্সিগঞ্জ। এ জন্য জেলার শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় নির্মাণ করা হয় নান্দনিক তিনটি রেলস্টেশন।
৪ ঘণ্টা আগেবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রাণের দাবি ছিল ভৈরব নদের ওপর সেতু নির্মাণ। খুলনাবাসীর আন্দোলনের মুখে ২০২১ সালে সেতু নির্মাণ শুরু করা হয়। এ প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। নকশা জটিলতা এবং রেলওয়ের অধিগ্রহণ করা জমি বুঝে না পাওয়ায় অনেকটা থমক
৫ ঘণ্টা আগেশিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।
৬ ঘণ্টা আগে