নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন মতিউর রহমান (২০) ও নাহিদুল ইসলাম (২১)। নিহতদের মধ্যে মতিউর রহমানের পরিচয় মিলেছে। তিনি নওগাঁ সদর উপজেলা চণ্ডীপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটরসাইকেলে মতিউর রহমান ও নাহিদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় বাবলাতলী মোড়েরযাত্রী ছাউনির সামনে পেছন দিক থেকে রাজশাহীগামী ধানবোঝাই একটি ট্রাক দুজনকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মতিউর ঘটনাস্থলেই মারা যান। আর দুর্ঘটনায় গুরুতর আহত নাহিদুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিউরের মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে ধানবোঝাই ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার পর সড়কে ব্যারিকেড দিয়ে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন মতিউর রহমান (২০) ও নাহিদুল ইসলাম (২১)। নিহতদের মধ্যে মতিউর রহমানের পরিচয় মিলেছে। তিনি নওগাঁ সদর উপজেলা চণ্ডীপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটরসাইকেলে মতিউর রহমান ও নাহিদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় বাবলাতলী মোড়েরযাত্রী ছাউনির সামনে পেছন দিক থেকে রাজশাহীগামী ধানবোঝাই একটি ট্রাক দুজনকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মতিউর ঘটনাস্থলেই মারা যান। আর দুর্ঘটনায় গুরুতর আহত নাহিদুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিউরের মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে ধানবোঝাই ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার পর সড়কে ব্যারিকেড দিয়ে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়ের লেখা চিরকুটে ছিল, “আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দেবেন।”
১৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।
২০ মিনিট আগেপ্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের কদম রসুল এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে আরেকটি নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণহীন ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. সেলিম (৩৩) ও তার সহকারী মো. রবিন (২০) ভেতরে আটকা পড়েন।
৩২ মিনিট আগেহবিগঞ্জ শহরের মহিলা কলেজ রোড এলাকার হরিজনপট্টিতে চাঁদার টাকা না পেয়ে একটি বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। এতে এক নারীসহ দুজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা দুই যুবককে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে।
৩৫ মিনিট আগে