বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছিতে কাগজে লেখা চিরকুটের সূত্র ধরে থানার পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ছেলে আলমকে (১৬) ফিরে পেল পরিবার। ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পিতা।
হারিয়ে যাওয়া ছেলে আলম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির কড়ইকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১টায় বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বালুপাড়া নামক স্থানে আলম চলাফেরা করছিল। এ সময় রাস্তায় রাতে টহলরত পুলিশের এসআই মেহেদী হাসানের সন্দেহ হওয়ায় আলমকে বদলগাছী থানায় নিয়ে যান। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের নির্দেশে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলম পকেটের একটি কাগজ বের করে দেয়। পরে কাগজে লেখা ঠিকানা অনুযায়ী ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বদলগাছী থানার পুলিশ। খবর পেয়ে পিতা ও ভাই বদলগাছী থানায় ছুটে গেলে থানার অফিসার আলমকে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে আলম বলেন, ‘আমার বাড়ির ঠিকানা আমার মনে ছিল না। তবে বাবা ও ভাইকে চিনতে পেরেছি। পকেটে কাগজে লেখা ঠিকানা কে লিখে দিয়েছে তা মনে নেই। ট্রেনে করে এখানে এসেছি। আমি বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করেছি। ঠিকমতো কাজ করতে পারিনি বলে আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে।’
আলমের পিতা জামাল উদ্দিন বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি আলম ঢাকার জুরাইনের রি-রোলিং কারখানার সামনে থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে গেছি। প্রায় এক বছর আগেও আলম হারিয়ে গিয়েছিল। তখনো পুলিশের সহযোগিতায় আলমকে ফিরে পেয়েছি। কিন্তু আজ কোনো জিডি ছাড়াই আলমকে ফিরে পেয়ে আমি খুব খুশি।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ছেলেটি মানসিক প্রতিবন্ধী। নিজের পরিচয় ঠিকমতো বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সন্ধান পেয়ে শনিবার রাত ৯টার দিকে তার পিতার কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
নওগাঁর বদলগাছিতে কাগজে লেখা চিরকুটের সূত্র ধরে থানার পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ছেলে আলমকে (১৬) ফিরে পেল পরিবার। ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পিতা।
হারিয়ে যাওয়া ছেলে আলম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির কড়ইকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১টায় বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বালুপাড়া নামক স্থানে আলম চলাফেরা করছিল। এ সময় রাস্তায় রাতে টহলরত পুলিশের এসআই মেহেদী হাসানের সন্দেহ হওয়ায় আলমকে বদলগাছী থানায় নিয়ে যান। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের নির্দেশে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলম পকেটের একটি কাগজ বের করে দেয়। পরে কাগজে লেখা ঠিকানা অনুযায়ী ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বদলগাছী থানার পুলিশ। খবর পেয়ে পিতা ও ভাই বদলগাছী থানায় ছুটে গেলে থানার অফিসার আলমকে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে আলম বলেন, ‘আমার বাড়ির ঠিকানা আমার মনে ছিল না। তবে বাবা ও ভাইকে চিনতে পেরেছি। পকেটে কাগজে লেখা ঠিকানা কে লিখে দিয়েছে তা মনে নেই। ট্রেনে করে এখানে এসেছি। আমি বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করেছি। ঠিকমতো কাজ করতে পারিনি বলে আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে।’
আলমের পিতা জামাল উদ্দিন বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি আলম ঢাকার জুরাইনের রি-রোলিং কারখানার সামনে থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে গেছি। প্রায় এক বছর আগেও আলম হারিয়ে গিয়েছিল। তখনো পুলিশের সহযোগিতায় আলমকে ফিরে পেয়েছি। কিন্তু আজ কোনো জিডি ছাড়াই আলমকে ফিরে পেয়ে আমি খুব খুশি।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ছেলেটি মানসিক প্রতিবন্ধী। নিজের পরিচয় ঠিকমতো বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সন্ধান পেয়ে শনিবার রাত ৯টার দিকে তার পিতার কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে ব্যাংকে তাঁর ব্যক্তিগত হিসাব নম্বরে (অ্যাকাউন্ট) কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধনের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয় দুই বছর আগে। ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রেলপথে যুক্ত হয় মুন্সিগঞ্জ। এ জন্য জেলার শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় নির্মাণ করা হয় নান্দনিক তিনটি রেলস্টেশন।
৪ ঘণ্টা আগেবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রাণের দাবি ছিল ভৈরব নদের ওপর সেতু নির্মাণ। খুলনাবাসীর আন্দোলনের মুখে ২০২১ সালে সেতু নির্মাণ শুরু করা হয়। এ প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। নকশা জটিলতা এবং রেলওয়ের অধিগ্রহণ করা জমি বুঝে না পাওয়ায় অনেকটা থমক
৫ ঘণ্টা আগেশিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।
৬ ঘণ্টা আগে