প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নব দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আত্রাই নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহ উদ্ধার হওয়া দম্পতির নাম পারভেজ হোসেন (২২) ও তাঁর স্ত্রী মিনি আকতার (১৮)। তাঁদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরোনো জেলখানা এলাকায়।
স্থানীয় ও স্বজনরা জানান, গত শনিবার মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারভেজ হোসেন তাঁর স্ত্রী মিনি আক্তারকে নিয়ে খালার বাড়িতে বেড়াতে আসেন। তাঁরা দুজন নবদম্পতি। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। নিহত গৃহবধূ মিনি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গতকাল রোববার দুপুরে তাঁরা দুজন রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে ব্যর্থ হন।
তিনি আরও জানান, মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনে কোনো ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলকে খবর দিলে রোববার বিকেল ৫টা থেকে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ চলার পর অন্ধকার হওয়ায় রাত ৮টার দিকে উদ্ধার কাজ বন্ধ করে দেন। আজ সোমবার সকালে আবারও ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদী থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে ডুবুরি দল।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নব দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আত্রাই নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহ উদ্ধার হওয়া দম্পতির নাম পারভেজ হোসেন (২২) ও তাঁর স্ত্রী মিনি আকতার (১৮)। তাঁদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরোনো জেলখানা এলাকায়।
স্থানীয় ও স্বজনরা জানান, গত শনিবার মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারভেজ হোসেন তাঁর স্ত্রী মিনি আক্তারকে নিয়ে খালার বাড়িতে বেড়াতে আসেন। তাঁরা দুজন নবদম্পতি। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। নিহত গৃহবধূ মিনি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গতকাল রোববার দুপুরে তাঁরা দুজন রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে ব্যর্থ হন।
তিনি আরও জানান, মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনে কোনো ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলকে খবর দিলে রোববার বিকেল ৫টা থেকে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ চলার পর অন্ধকার হওয়ায় রাত ৮টার দিকে উদ্ধার কাজ বন্ধ করে দেন। আজ সোমবার সকালে আবারও ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদী থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে ডুবুরি দল।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে ফরিদ উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
৩ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এক বৃদ্ধাকে (৬৩) শিল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে (৩২) গ্রেপ্তার করেছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) নিজ ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
২৩ মিনিট আগেখুলনায় অবৈধ দখলদার উচ্ছেদকালে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। আজ রোববার সকাল থেকে নগরীর খালিশপুর বাস্তুহারা এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাত-আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
৪২ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের নতুন মাশুলের হার এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১ ঘণ্টা আগে