Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে হত্যা, যুবক গ্রেপ্তার

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এক বৃদ্ধাকে (৬৩) শিল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে (৩২) গ্রেপ্তার করেছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) নিজ ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহত হাসিনা বেগমের বাড়ি জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া গ্রামে। থাকতেন ধলপুর ওয়াসা রোড সিটি পল্লিতে। হাসিনা বেগমের স্বামী নুরুল ইসলাম ২০ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন। ওই মেয়ে গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। ধলপুরের ওই বাসায় একাই থাকতেন তিনি এবং অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

নিহতের ভাতিজা আশরাফ আলী একই এলাকায় থাকেন। তিনি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, ধলপুরের ওই এলাকায় সাজেদুল হক সাজু নামের ওই যুবক ঘোরাফেরা করতেন। তখন হাসিনা বেগমের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক তৈরি হয় এবং নিজের নাতির মতো তাঁকে দেখতেন। হাসিনাকে বাজারসদাই করে দিতেন। থাকতেন হাসিনার বাড়িতে। গতকাল শনিবার সকালে শিল দিয়ে হাসিনার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করেন তিনি। এরপর বাইরে থেকে দরজা তালা লাগিয়ে পাশের দোকানে গিয়ে চা পান করছিলেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজন হাসিনাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাচ্ছিল না। একপর্যায়ে জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভেতর রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে তাঁর। পরে দোকান থেকে সঙ্গে সঙ্গে সাজেদুলকে ধরে আনা হলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে থানায় খবর দেওয়া হয়।

এ ঘটনায় আশরাফ আলী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পর খবর পেয়ে সেখানে গিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে সাজেদুল হক সাজুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাজেদুল একাই তাঁকে হত্যা করেছেন। তবে কেন করলেন, তা এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

ফুটবলাররা পানি না গিলে কুলি করেন কেন

রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করল সিআইডি

চট্টগ্রামে সিকদার বাড়িতে অভিযান, সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে জেগেছে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত