ঢামেক প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এক বৃদ্ধাকে (৬৩) শিল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে (৩২) গ্রেপ্তার করেছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) নিজ ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহত হাসিনা বেগমের বাড়ি জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া গ্রামে। থাকতেন ধলপুর ওয়াসা রোড সিটি পল্লিতে। হাসিনা বেগমের স্বামী নুরুল ইসলাম ২০ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন। ওই মেয়ে গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। ধলপুরের ওই বাসায় একাই থাকতেন তিনি এবং অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
নিহতের ভাতিজা আশরাফ আলী একই এলাকায় থাকেন। তিনি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, ধলপুরের ওই এলাকায় সাজেদুল হক সাজু নামের ওই যুবক ঘোরাফেরা করতেন। তখন হাসিনা বেগমের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক তৈরি হয় এবং নিজের নাতির মতো তাঁকে দেখতেন। হাসিনাকে বাজারসদাই করে দিতেন। থাকতেন হাসিনার বাড়িতে। গতকাল শনিবার সকালে শিল দিয়ে হাসিনার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করেন তিনি। এরপর বাইরে থেকে দরজা তালা লাগিয়ে পাশের দোকানে গিয়ে চা পান করছিলেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজন হাসিনাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাচ্ছিল না। একপর্যায়ে জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভেতর রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে তাঁর। পরে দোকান থেকে সঙ্গে সঙ্গে সাজেদুলকে ধরে আনা হলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে থানায় খবর দেওয়া হয়।
এ ঘটনায় আশরাফ আলী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পর খবর পেয়ে সেখানে গিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে সাজেদুল হক সাজুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাজেদুল একাই তাঁকে হত্যা করেছেন। তবে কেন করলেন, তা এখনো জানা যায়নি।
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এক বৃদ্ধাকে (৬৩) শিল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে (৩২) গ্রেপ্তার করেছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) নিজ ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহত হাসিনা বেগমের বাড়ি জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া গ্রামে। থাকতেন ধলপুর ওয়াসা রোড সিটি পল্লিতে। হাসিনা বেগমের স্বামী নুরুল ইসলাম ২০ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন। ওই মেয়ে গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। ধলপুরের ওই বাসায় একাই থাকতেন তিনি এবং অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
নিহতের ভাতিজা আশরাফ আলী একই এলাকায় থাকেন। তিনি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, ধলপুরের ওই এলাকায় সাজেদুল হক সাজু নামের ওই যুবক ঘোরাফেরা করতেন। তখন হাসিনা বেগমের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক তৈরি হয় এবং নিজের নাতির মতো তাঁকে দেখতেন। হাসিনাকে বাজারসদাই করে দিতেন। থাকতেন হাসিনার বাড়িতে। গতকাল শনিবার সকালে শিল দিয়ে হাসিনার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করেন তিনি। এরপর বাইরে থেকে দরজা তালা লাগিয়ে পাশের দোকানে গিয়ে চা পান করছিলেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজন হাসিনাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাচ্ছিল না। একপর্যায়ে জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভেতর রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে তাঁর। পরে দোকান থেকে সঙ্গে সঙ্গে সাজেদুলকে ধরে আনা হলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে থানায় খবর দেওয়া হয়।
এ ঘটনায় আশরাফ আলী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পর খবর পেয়ে সেখানে গিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে সাজেদুল হক সাজুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাজেদুল একাই তাঁকে হত্যা করেছেন। তবে কেন করলেন, তা এখনো জানা যায়নি।
সুন্দরবনে ঘুরতে এসে জাহাজের মধ্যে মারা যাওয়া আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নোইলিনের লাশ তাঁর স্বামীর কাছে হস্তান্তর করা হয়।
২ মিনিট আগেটানা বৃষ্টিতে দেশের বাজারে চাহিদা বাড়ায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। ফলে কেজিতে ৪০ টাকা কমেছে দাম। এতে বন্দরের ব্যবসায়ীদের পাশাপাশি স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
৯ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় তাকওয়া রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
১৭ মিনিট আগেখুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বাস্তুহারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ
২৬ মিনিট আগে