আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির বগুড়া-নওগাঁ মহাসড়কে এক সাংবাদিকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে আছে ধোঁয়াশা। গতকাল বুধবার রাতে উপজেলার মুরইল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাংবাদিকের নাম মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫৬)। তিনি দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রাতে ১১টার দিকে নিজ গ্রামের একটি অনুষ্ঠান শেষ করে তাঁর এক আত্মীয়কে মোটরসাইকেলে করে সাহারপুকুর বাজারে রেখে তিনি ফিরছিলেন।
পুলিশ বলছে, রাত ১১টার দিকে মঞ্জুরুল বাজার অতিক্রম করে জয় ফিলিং স্টেশনের (পেট্রলপাম্প) কাছে পৌঁছালে অজ্ঞাত কোনো ভারী যানের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়েছে।
নিহত সাংবাদিক মঞ্জুরুল ইসলামের ছেলে মেজবাউল মুরসালিন দাবি করেন, তাঁর বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হননি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর বাবার মৃত্যুর সঠিক রহস্য উদ্ঘাটন করতে হবে।
সাংবাদিক মিহির কুমার সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃতের মরদেহ এভাবে মাঝামাঝি দ্বিখণ্ডিত হয় কোনো দিন দেখি নাই। মরদেহটি দেখলে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি পুলিশ-প্রশাসন সঠিকভাবে তদন্ত করে সাংবাদিক মঞ্জুর প্রকৃত মৃত্যুর রহস্য উদ্ঘাটন করবে।’
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার আদমদীঘির বগুড়া-নওগাঁ মহাসড়কে এক সাংবাদিকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে আছে ধোঁয়াশা। গতকাল বুধবার রাতে উপজেলার মুরইল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাংবাদিকের নাম মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫৬)। তিনি দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রাতে ১১টার দিকে নিজ গ্রামের একটি অনুষ্ঠান শেষ করে তাঁর এক আত্মীয়কে মোটরসাইকেলে করে সাহারপুকুর বাজারে রেখে তিনি ফিরছিলেন।
পুলিশ বলছে, রাত ১১টার দিকে মঞ্জুরুল বাজার অতিক্রম করে জয় ফিলিং স্টেশনের (পেট্রলপাম্প) কাছে পৌঁছালে অজ্ঞাত কোনো ভারী যানের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়েছে।
নিহত সাংবাদিক মঞ্জুরুল ইসলামের ছেলে মেজবাউল মুরসালিন দাবি করেন, তাঁর বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হননি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর বাবার মৃত্যুর সঠিক রহস্য উদ্ঘাটন করতে হবে।
সাংবাদিক মিহির কুমার সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃতের মরদেহ এভাবে মাঝামাঝি দ্বিখণ্ডিত হয় কোনো দিন দেখি নাই। মরদেহটি দেখলে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি পুলিশ-প্রশাসন সঠিকভাবে তদন্ত করে সাংবাদিক মঞ্জুর প্রকৃত মৃত্যুর রহস্য উদ্ঘাটন করবে।’
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
২ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
২ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
২ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে