নওগাঁ প্রতিনিধি
উত্তরের জনপদের জেলা নওগাঁয় সকালের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই কুয়াশা ঝরছে। জেলায় দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে।
জেলার বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আজ সোমবার ভোর ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যাচ্ছে। হঠাৎ করেই চারদিকে কুয়াশার দেখা দিয়েছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে।’
স্থানীয়রা জানান, গত দুদিন ধরে রাতভর ঝিরঝিরে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কুয়াশার স্থায়িত্ব বেশিক্ষণ থাকছে না। সূর্য উঠলেই কুয়াশা কেটে যাচ্ছে।
আজ সোমবার সকালে জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, কুয়াশার কারণে প্রকৃতিতে ভিন্ন আমেজ দেখা যায়। দীর্ঘদিন টানা গরমের পর কুয়াশামাখা পরিবেশে পেয়ে উচ্ছ্বসিত জেলার মানুষ। ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়েও চলতে দেখা গেছে।
জেলা শহরের কয়েকজন বাসিন্দা জানান, আসছে শীত মৌসুমের আজ প্রথম এত ঘন কুয়াশা দেখা দিয়েছে। তবে গত কয়েক দিনও হালকা কুয়াশা ছিল। এক কথায় শীতের প্রথম ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে।
সদর উপজেলার বরুনকান্দি এলাকার আব্দুল আওয়াল বলেন, হঠাৎ করেই আজ সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। নামাজ শেষে হাঁটতে বের হই। প্রকৃতিতে নতুন কুয়াশা দেখে ভালোই লেগেছে। এই কুয়াশায় জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে।
নওগাঁ পাইকারি সবজি বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, কুয়াশা বেশি হলেও খুব বেশি শীত পড়েনি। তবে অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। আর বেলা ১১টার পর থেকে গরম লাগছে।
জেলার শহরের মুক্তির মোড়ে কথা হয় রিকশাচালক হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলায় শীত আগেভাগেই নামে। সকালের কুয়াশা দেখে দুশ্চিন্তাও বাড়ছে। কারণ আমরা যারা দারিদ্র্য পরিবারের রয়েছি, শীতের সময়টিতে চরম বিপাকে পড়ে যাই।’ তিনি আরও বলেন, ‘শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারসহ সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
উত্তরের জনপদের জেলা নওগাঁয় সকালের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই কুয়াশা ঝরছে। জেলায় দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে।
জেলার বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আজ সোমবার ভোর ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যাচ্ছে। হঠাৎ করেই চারদিকে কুয়াশার দেখা দিয়েছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে।’
স্থানীয়রা জানান, গত দুদিন ধরে রাতভর ঝিরঝিরে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কুয়াশার স্থায়িত্ব বেশিক্ষণ থাকছে না। সূর্য উঠলেই কুয়াশা কেটে যাচ্ছে।
আজ সোমবার সকালে জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, কুয়াশার কারণে প্রকৃতিতে ভিন্ন আমেজ দেখা যায়। দীর্ঘদিন টানা গরমের পর কুয়াশামাখা পরিবেশে পেয়ে উচ্ছ্বসিত জেলার মানুষ। ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়েও চলতে দেখা গেছে।
জেলা শহরের কয়েকজন বাসিন্দা জানান, আসছে শীত মৌসুমের আজ প্রথম এত ঘন কুয়াশা দেখা দিয়েছে। তবে গত কয়েক দিনও হালকা কুয়াশা ছিল। এক কথায় শীতের প্রথম ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে।
সদর উপজেলার বরুনকান্দি এলাকার আব্দুল আওয়াল বলেন, হঠাৎ করেই আজ সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। নামাজ শেষে হাঁটতে বের হই। প্রকৃতিতে নতুন কুয়াশা দেখে ভালোই লেগেছে। এই কুয়াশায় জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে।
নওগাঁ পাইকারি সবজি বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, কুয়াশা বেশি হলেও খুব বেশি শীত পড়েনি। তবে অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। আর বেলা ১১টার পর থেকে গরম লাগছে।
জেলার শহরের মুক্তির মোড়ে কথা হয় রিকশাচালক হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলায় শীত আগেভাগেই নামে। সকালের কুয়াশা দেখে দুশ্চিন্তাও বাড়ছে। কারণ আমরা যারা দারিদ্র্য পরিবারের রয়েছি, শীতের সময়টিতে চরম বিপাকে পড়ে যাই।’ তিনি আরও বলেন, ‘শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারসহ সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কারাগারের ভেতরে প্রবেশ করে। এরপর বন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
৩ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিক পদে চাকরি পেয়েছেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
৩৭ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে নির্বাচন করবেন আইয়ুবুর রহমান তৌফিক। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর
২ ঘণ্টা আগে