মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় এক হোটেলশ্রমিককে অপহরণের পর হত্যা ও লাশ গুম করা হয়েছে বলে হোটেলমালিকসহ আরও দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন নিখোঁজ শ্রমিকের বাবা। পরে ওই শ্রমিককে ঢাকা থেকে জীবিত উদ্ধার করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার ওই যুবকের জবানবন্দি রেকর্ডের জন্য নওগাঁ আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল ঢাকার দারুস সালাম থানা এলাকার নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম কাওসার আলী (১৮)। উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে সোহাগ বাবুর হোটেলে শ্রমিকের কাজ করতেন।
থানা-পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সোহাগ বাবুর হোটেল থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান কাওসার আলী। ঘটনায় হোটেলমালিক সোহাগ বাবুর বিরুদ্ধে কাওসারকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে গত ২৯ মার্চ নওগাঁ আদালতে মামলা করেন তাঁর বাবা আজিম উদ্দিন। মামলায় হোটেলের দুই কর্মচারীকেও আসামি করা হয়।
এ বিষয়ে হোটেলমালিক সোহাগ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বানিসর বাজারে দীর্ঘদিন ধরে আমি হোটেল ব্যবসা করে আসছি। এ দোকানে কাওসার আলী বয়ের কাজ করে। গত ১ জানুয়ারি সকালে কাওসার ক্যাশবাক্সের তালা ভেঙে ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং টাকা পরে দেবে বলে জানায়। এরপর থেকে সে নিরুদ্দেশ হয়।’
হোটেলমালিক সোহাগ বাবু আরও বলেন, ‘ঘটনার পর কাওসারের বাবা আজিম উদ্দিন আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকার করায় ছেলে কাওসারকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেন।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ডভুক্ত করে তদন্তভার দেওয়া হয় এসআই সুব্রত কুমারকে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগী কাওসারকে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, ভুক্তভোগী কাওসারের জবানবন্দি রেকর্ডের জন্য আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
নওগাঁর মান্দায় এক হোটেলশ্রমিককে অপহরণের পর হত্যা ও লাশ গুম করা হয়েছে বলে হোটেলমালিকসহ আরও দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন নিখোঁজ শ্রমিকের বাবা। পরে ওই শ্রমিককে ঢাকা থেকে জীবিত উদ্ধার করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার ওই যুবকের জবানবন্দি রেকর্ডের জন্য নওগাঁ আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল ঢাকার দারুস সালাম থানা এলাকার নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম কাওসার আলী (১৮)। উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে সোহাগ বাবুর হোটেলে শ্রমিকের কাজ করতেন।
থানা-পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সোহাগ বাবুর হোটেল থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান কাওসার আলী। ঘটনায় হোটেলমালিক সোহাগ বাবুর বিরুদ্ধে কাওসারকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে গত ২৯ মার্চ নওগাঁ আদালতে মামলা করেন তাঁর বাবা আজিম উদ্দিন। মামলায় হোটেলের দুই কর্মচারীকেও আসামি করা হয়।
এ বিষয়ে হোটেলমালিক সোহাগ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বানিসর বাজারে দীর্ঘদিন ধরে আমি হোটেল ব্যবসা করে আসছি। এ দোকানে কাওসার আলী বয়ের কাজ করে। গত ১ জানুয়ারি সকালে কাওসার ক্যাশবাক্সের তালা ভেঙে ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং টাকা পরে দেবে বলে জানায়। এরপর থেকে সে নিরুদ্দেশ হয়।’
হোটেলমালিক সোহাগ বাবু আরও বলেন, ‘ঘটনার পর কাওসারের বাবা আজিম উদ্দিন আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকার করায় ছেলে কাওসারকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেন।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ডভুক্ত করে তদন্তভার দেওয়া হয় এসআই সুব্রত কুমারকে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগী কাওসারকে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, ভুক্তভোগী কাওসারের জবানবন্দি রেকর্ডের জন্য আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
অনশনরত সজিবুর রহমান বলেন,‘আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পোষ্যকোটা বাতিল করেছিলাম। অথচ রাকসুর আমেজে সবাই ব্যস্ত থাকায় প্রশাসন আবারও পোষ্যকোটা পুনর্বহাল করেছে। তাঁরা মূলত রাকসুকে জিম্মি করে এ সিদ্ধান্ত নিয়েছে। যদি তাঁরা পোষ্যকোটা বাতিল করে নির্ধারিত সময়ে নির্বাচন দিতে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ...
৩ মিনিট আগেচুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেলে মাহবুবুর রহমান মাসুম (৪৫) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে শহরের পৌরসভা মোড়ের ওই হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে যে একটি পাচারকারী চক্র বাংলাদেশি খাদ্যপণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য আমদানি করবে। এই তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাতে কোস্টগার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ফিশিং বোটে...
১ ঘণ্টা আগেফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।
১ ঘণ্টা আগে