Ajker Patrika

মারা গেল নওগাঁর সেই জোড়া যমজ

নওগাঁ প্রতিনিধি
মারা গেল নওগাঁর সেই জোড়া যমজ

নওগাঁর পোরশা উপজেলায় জন্ম নেওয়া পেট ও বুকে জোড়া লাগা সেই যমজ কন্যা শিশু মারা গেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

জানা গেছে, যমজ কন্যা শিশুর মায়ের নাম ফিরোজা বেগম। তিনি পোরশা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। 

শিশুর বাবা জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, জন্মের চার দিন পর শিশুটিকে বাড়িতে নিয়ে যান তাঁরা। এরপর গত ৬ অক্টোবর জন্ডিসে আক্রান্ত হলে শিশুটিকে আবারও সারাইগাছী বাজারের ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার থেকে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। রোববার সকাল থেকে তাদের অক্সিজেন দেওয়া ছিল। সন্ধ্যা সাতটার দিকে মৃত্যু হয় তাদের। 

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে জন্মের পর যমজ শিশুটি ভালোই ছিল। নওগাঁয় জোড়া লাগা শিশুর চিকিৎসা না থাকায় ওই দিনই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকায় তাদের ৫ অক্টোবর বাড়িতে নিয়ে যাওয়া হয়। একদিন পর জন্ডিসে আক্রান্ত হলে তাদের আবারও ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। 

এলাকাবাসী জানায়, জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসা করার মতো সামর্থ্য না থাকার কারণে শিশুর বাবা সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছিলেন। 
 
উল্লেখ্য, গত ২ অক্টোবর ওই হাসপাতালেই জোড়া যমজ শিশুর জন্ম হয়। জন্মের ৯ দিন পর তারা মারা গেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

ফুটবলাররা পানি না গিলে কুলি করেন কেন

চট্টগ্রামে সিকদার বাড়িতে অভিযান, সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ

নেপাল পুলিশের স্বয়ংক্রিয় অস্ত্র নেই, জেন-জি বিক্ষোভে গুলি ছুড়ল কারা—ষড়যন্ত্রের অভিযোগ কে পি শর্মার

জাপাকে যে দোষ দেওয়া হচ্ছে, তার বড় ভাগীদার বিএনপি-জামায়াত: আনিসুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত